Bootstrap Image Preview
ঢাকা, ২১ মঙ্গলবার, মে ২০২৪ | ৭ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নন্দীগ্রামে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ১০ মার্চ ২০১৯, ০২:৩৫ PM
আপডেট: ১০ মার্চ ২০১৯, ০২:৩৫ PM

bdmorning Image Preview


‘দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি, হ্রাস করবে জীবন ও সম্পদের ঝুঁকি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় জেলার নন্দীগ্রামে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে রবিবার (১০ মার্চ) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখার সার্বিক সহযোগিতায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

এতে উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল, ভাইস চেয়ারম্যান একে আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফেরেদৗস লিপি, উপজেলা কৃষি অফিসার মশিদুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহের, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা ইয়াসমিন, নন্দীগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা বজলুর রশিদ ও ইউপি চেয়ারম্যান আব্দুল বারী বারেকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। 

পরে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সক্ষমতা তৈরী ও সচেতনতা বাড়াতে নন্দীগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় ও বৈলগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নন্দীগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা বজলুর রশিদের নেতৃত্বে ভূমিকম্পে করণীয় ও আগুন নিয়ন্ত্রণে মহড়া অনুষ্ঠিত হয়।  

Bootstrap Image Preview