Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শুক্রবার, মে ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দালাল নিয়ন্ত্রিত শেরপুর ইউনিয়ন ভূমি অফিস

সৌরভ অধিকারী শুভ, শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১০ মার্চ ২০১৯, ০১:০৮ PM
আপডেট: ১০ মার্চ ২০১৯, ০১:০৮ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


বগুড়ার শেরপুরে উপজেলার ভবানীপুর ইউনিয়ন ভূমি অফিস দালালদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। অফিসের চেয়ারে বসে টেবিলেই কাজ করেন দালালেরা। ঘুষ ছাড়া হয় না কোনো কাজ।

সম্প্রতি সরেজমিন গিয়ে দেখা গেছে, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা শুকুর আলীর আর্শীবাদপুষ্ট দালাল আক্কাস আলী অফিসের চেয়ার টেবিল ব্যবহার করে সেবা গ্রহীতাদের সেবা দিতে ব্যস্ত। আর কর্মকর্তা শুকুর আলী কর্মস্থলে অনুপস্থিত। 

এসময় অফিসের কর্মচারী মোখলেছার রহমান ও নজরুল ইসলাম জানান, নায়েব সাহেব বিশেষ কাজে বগুড়ায় আছেন। 

এ বিষয় আক্কাস আলীর কাছে জানতে চাইলে তিনি জানান, আমি এলাকার মানুষের ভূমি সঙক্রান্ত কাজে সহযোগিতা করি মাত্র। এলাকার সাধারণ ভূমি মালিকদের অভিযোগ নায়েব সাহেব নিয়মিত আসে না। দালালদের মাধ্যমেই আমরা কাজ চালাই। এদিকে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা শুকুর আলী আদমদিঘীতি বদলী হলেও তার দেখানো পথেই চলছে সরকারী ভূমি অফিসের কার্যক্রম। প্রতিদিন ইউনিয়ন ভুমি অফিসে এসে কাজ করেন ওই ইউনিয়নের বাসিন্দা আক্কাস আলী।

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত হোসেন জানান, সরকারী অফিসে অন্য কেউ কাজ করতে পারে না। বিষয়টি আমার জানা নেই। এ ব্যাপারে খোঁজ খবর নিব।

Bootstrap Image Preview