Bootstrap Image Preview
ঢাকা, ১৬ বৃহস্পতিবার, মে ২০২৪ | ২ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

গোদাগাড়ীতে ভোটার উপস্থিতি কম

গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধিঃ
প্রকাশিত: ১০ মার্চ ২০১৯, ১২:২২ PM
আপডেট: ১০ মার্চ ২০১৯, ১২:২২ PM

bdmorning Image Preview


রাজশাহীর ৮টি উপজেলায় ভোটগ্রহণ শুরু চলছে। এ উপজেলাগুলো হল তানোর, গোদাগাড়ী, মোহনপুর, বাগমারা, পুঠিয়া, দুর্গাপুর, চারঘাট ও বাঘা।

রবিবার (১০ মার্চ) সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে যা একটানা চলবে বিকাল ৪টা পর্যন্ত। অনেকটা শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শুরু হয়েছে। এখন পর্যন্ত কোথাও কোন অপ্রিতিকর ঘটনার খবর পাওয়া যায়নি তবে ভোট কেন্দ্র গুলোতে ভোটার উপস্থিতি একেবারেই কম দেখা গেছে।

সকাল ৯ টার মহিশালবাড়ী কেন্দ্রে,  কুঠিপাড়া, রাজাবাড়ী, গোদাগাড়ী মডেল স্কুল এ্যান্ড কলেজ সহ অন্যান্য কেন্দ্রগুলোতে ভোটারদের লাইন দেখা যায়নি। থেমে থেমে নারী পুরুষ ভোটারদের আসতে দেখা যায়। দুপুর ১২ টা পর্যন্ত একই চিত্র ছিলো ভোট কেন্দ্রগুলোতে।

সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ মশিউর রহমান বলেন, ভোট শান্তিপূর্ণভাবে হচ্ছে সেই সাথে ভোটার উপস্থিতি একেবারেই কম বলে জানান।

Bootstrap Image Preview