Bootstrap Image Preview
ঢাকা, ১৬ বৃহস্পতিবার, মে ২০২৪ | ২ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আগামীকাল কুয়েত যাচ্ছেন সেনাবাহিনী প্রধান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ মার্চ ২০১৯, ১১:২০ AM
আপডেট: ১০ মার্চ ২০১৯, ১১:২০ AM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


চার দিনের সরকারি সফরে আগামী ১১ মার্চ (সোমবার) কুয়েত যাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ।

শনিবার (৯ মার্চ) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সফরকালে তিনি কুয়েতের প্রতিরক্ষামন্ত্রী, ইন্টেরিয়র মিনিস্টার, সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ, ল্যান্ড ফোর্স কমান্ডার এবং কুয়েত ন্যাশনাল গার্ডের ডেপুটি কমান্ডারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এ ছাড়া কুয়েতে নিযুক্ত বাংলাদেশি কন্টিজেন্টসমূহ এবং দেশটির বেশ কিছু সামরিক স্থাপনা পরিদর্শন করবেন তিনি।

তার এই সফরের মধ্য দিয়ে উভয় দেশের সামরিক বাহিনীর মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও দ্বি-পাক্ষিক সহযোগিতামূলক বিষয়গুলো আরও বেগবান হবে। সফর শেষে আগামী ১৫ মার্চ দেশে ফিরবেন সেনাবাহিনী প্রধান।

Bootstrap Image Preview