Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পাঁচবিবিতে রাত পোহালেই ভোট, মাঠে নেমেছে র‌্যাব

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশিত: ০৯ মার্চ ২০১৯, ০৭:০৬ PM
আপডেট: ০৯ মার্চ ২০১৯, ০৭:০৬ PM

bdmorning Image Preview


রাত পোহালেই অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রথম ধাপে ৮৩টি উপজেলায় ৫ম উপজেলা পরিষদ নির্বাচন। এর অংশ হিসেবে ইতিমধ্যেই জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় একটি পৌরসভা ও ৮টি ইউনিয়নে নির্বাচনী সরঞ্জামাদি পাঠানো হয়েছে।

এ দিকে নির্বাচনের ভোট কেন্দ্রর দায়িত্বে থাকা কর্মরত পুলিশ, প্রিজাইডিং, পুলিং অফিসার ও আনসার বাহিনীর সদস্যসহ সকলেই পৌঁছে গিয়েছেন নিজ নিজ কেন্দ্রে।

এ দিকে অবাধ, শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনা এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের নেতৃত্বে একটি টহল দল জেলা-উপজেলার বিভিন্ন সড়ক দিয়ে মহড়া দিচ্ছেন।

প্রার্থীদের প্রচার-প্রচারণা ও গণসংযোগ বন্ধ, তবুও স্বস্তি নেই যেন প্রার্থীদের। ঘরে বসেই ঠিক করছেন আগামীকালের সব পরিকল্পনা। আসছে বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মী ও সমর্থকরা। এবার উপজেলায় মোট ভোটার সংখ্যা রয়েছে ১ লাখ ৭৯ হাজার ৭শ’ ১৭ জন। যার মধ্যে নারী ভোটার রয়েছে ৯০ হাজার ৪শ’ ৯৪ জন। আর পুরুষ রয়েছে ৮৯ হাজার ২শ’ ২৩ জন।

উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান প্রার্থী নির্বাচিত হওয়ায় চেয়ারম্যান ব্যাতীত ২ জন মহিলা ভাইস-চেয়ারম্যান ও ৫ জন পুরুষ ভাইস-চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Bootstrap Image Preview