Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শুক্রবার, মে ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ডাকসু নির্বাচন: সংবাদ সংগ্রহে নানা বিধিনিষেধ আরোপ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯ মার্চ ২০১৯, ০৩:২৯ PM
আপডেট: ০৯ মার্চ ২০১৯, ০৩:২৯ PM

bdmorning Image Preview


ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের সংবাদ সংগ্রহে কিছু বিধিনিষেধ আরোপ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

আজ শনিবার দুপুরে এ সংক্রান্ত একটি নিতীমালা প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।

নিতীমালা গুলো হল-

১।রিটার্নিং অফিসারের অনুমতি সাপেক্ষে সাংবাদিকরা কেবল ভোটকেন্দ্রের (সংশ্লিষ্ট হলের) গেস্টরুম পর্যন্ত যেতে পারবেন। তবে আগে থেকে পরিচয়পত্র নেয়া না থাকলে সেটাও তারা পারবেন না।

২।ভোটকেন্দ্র থেকে সরাসরি সম্প্রচার করা যাবে না। ভোটকেন্দ্রে মোবাইল ফোনসহ সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার নিষিদ্ধ। টেলিভিশন মাধ্যমের সর্বোচ্চ চারটি ইউনিট এবং প্রিন্ট মিডিয়ার ২ জন সাংবাদিককে পরিচয়পত্র দেয়া হবে।

৩।নির্বাচনের দিন গণমাধ্যম কর্মীরা চিফ রিটার্নিং অফিসার কর্তৃক ইস্যুকৃত পরিচয়পত্র দেখিয়ে সংশ্লিষ্ট হলের রিটার্নিং অফিসারের অনুমতি নিয়ে ভোটকেন্দ্রের গেস্টরুম/নির্ধারিত স্থান পর্যন্ত প্রবেশ করতে পারবেন।

৪। ভোটগ্রহণ কার্যক্রম বাধাগ্রস্ত হতে পারে এমন কোনো কাজ করা যাবে না। ভোটকেন্দ্রে মোবাইল ফোনসহ সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার নিষিদ্ধ।

৫। ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যরা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার নির্ধারিতসংখ্যক প্রতিনিধি (পাস পাওয়া সাপেক্ষে) ভোটকেন্দ্রের নির্ধারিত স্থানে উপস্থিত থাকতে পারবেন।

পরিচয়পত্র প্রাপ্তির জন্য চিফ রিটার্নিং অফিসার বরাবর আবেদন করতে হবে। আবেদনপত্রের সঙ্গে সংশ্লিষ্ট প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া কর্তৃপক্ষের প্রত্যয়নপত্র, জাতীয় পরিচয়পত্রের কপি ও ২ কপি স্ট্যাম্প সাইজের ছবি সংযুক্ত করতে হবে। আগামী ১০ মার্চ রোববার দুপুর ২টার মধ্যে পরিচয়পত্র সংগ্রহ করতে হবে।

Bootstrap Image Preview