Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

'ছাত্রীদের উৎপাত করলে উৎপাতকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে'

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৯ মার্চ ২০১৯, ০২:৩৭ PM
আপডেট: ০৯ মার্চ ২০১৯, ০২:৩৭ PM

bdmorning Image Preview


প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার লক্ষ বাস্তবায়ন করতে কঠোর ভূমিকা পালন করছেন। একই সাথে ছাত্রীদের কোন বখাটে ছেলে উৎপাত করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নরসিংদী সদর-১ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম হিরু (বীরপ্রতীক) সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী। 

শনিবার (৯ মার্চ) নরসিংদী সদর উপজেলায় মালাকার মোড়ের বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

তিনি আরও বলেন, শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক ছাত্রদের বিনামূল্যে যে বই বিতরণ করা হত আগামি বছরে তার দ্বিগুন করবে।

স্কুলের ১০ তলা একটি ভবন করার দাবির বিষয়ে তিনি বলেন, এই বিষয়ে দ্রুততর সময়ে ব্যবস্থা নেওয়ার হবে।

এসময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন, আলহাজ্ব আব্দুল মতিন ভূইয়া, আলহাজ্ব মোঃ কামরুজ্জামান, মোঃ সৈয়দ উদ্দিন, এ.কে.এস ফজলুল হক লিটন। 

অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের গানের মাধ্যমে প্রধান অতিথিকে বরণ করে নেওয়া হয়। 



 

Bootstrap Image Preview