Bootstrap Image Preview
ঢাকা, ০৭ মঙ্গলবার, মে ২০২৪ | ২৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

উখিয়ায় চেয়ারম্যান পদে হামিদুল হক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

এম. সালাহ উদ্দিন আকাশ, উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ০৯ মার্চ ২০১৯, ১১:৩৭ AM
আপডেট: ০৯ মার্চ ২০১৯, ১১:৩৭ AM

bdmorning Image Preview


উখিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (৮ মার্চ) প্রতীক বরাদ্দের নির্ধারিত দিনে এই উপজেলায় তার কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা বিধি মোতাবেক গণ বিজ্ঞপ্তি জারির মাধ্যমে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন।

তবে এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ভোট গ্রহণের পর নির্বাচিতদের নিয়ে গেজেট প্রকাশিত হলেই তাদের একসঙ্গে শপথ গ্রহণ করানো হবে। বিষয়টি রিটার্নিং অফিসার কার্যালয়ের স্টাফ অফিসার ও সদর উপজেলা নির্বাচন অফিসার শিমুল শর্মা নিশ্চিত করেছেন।

উখিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকারী মাহমুদুল হক চৌধুরী, এস এম ইমরুল কায়েস চৌধুরী ও আবুল মনছুর চৌধুরী গত ৬ মার্চ তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। ফলে উখিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী একমাত্র প্রার্থী হওয়ায় শুক্রবার তাকে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত ঘোষণা করা হয়। আ. লীগ মনোনীত প্রার্থী হামিদুল হক চৌধুরী উখিয়া বঙ্গমাতা ফজিলতুন্নেছা মুজিব সরকারি মহিলা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও উখিয়া উপজেলা আওয়ামী লীগের সদ্য পদত্যাগী সভাপতি। তিনি সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম নুরুল ইসলাম চৌধুরী ঠাণ্ডা মিয়ার ছোট ভাই ও কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য শাহীন আক্তার চৌধুরীর চাচা।

প্রসঙ্গত, উখিয়া উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে কামরুন্নেছা বেবীও বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী শাহিনা আক্তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ায় এবং এ পদে আর কোন প্রার্থী না থাকায় বেবীও বিনা প্রতিদ্বন্দ্বীয় মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। উখিয়া উপজেলা পরিষদ নির্বাচনে শুধুমাত্র পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ভোট গ্রহণ করা হবে আগামী ২৪ মার্চ। এ পদে ৬ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন।

Bootstrap Image Preview