Bootstrap Image Preview
ঢাকা, ০৭ মঙ্গলবার, মে ২০২৪ | ২৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ধুনটে গুণীজন সংবর্ধনা ও নাট্য উৎসবের উদ্বোধন

রফিকুল আলম, ধুনট (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ০৯ মার্চ ২০১৯, ১০:৩৫ AM
আপডেট: ০৯ মার্চ ২০১৯, ১০:৪০ AM

bdmorning Image Preview


বগুড়ার ধুনট উপজেলায় গুণীজন সংবর্ধনা ও দুইদিন ব্যাপী নাট্য উৎসবের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (৮ মার্চ) সন্ধ্যা ৭ টার দিকে ধুনট থিয়েটারের উদ্যেগে ধুনট সরকারি এনইউ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধুনট থিয়েটারের সভাপতি ধুনট সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ টিআইএম নুরুন্নবী তারিক।

ধুনট থিয়েটারের সাধারণ সম্পাদক আয়নাল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ডা: মকবুল হোসেন।

এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বাগেবুল হাসান রিপু, বাংলাদেশ ব্যাংকের সাবেক যুগ্ম পরিচালক আব্দুর রউফ খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন, সহসভাপতি প্রকৌশলী আসিফ ইকবাল সনি, বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আবু সাইদ সিদ্দিকী, বগুড়া ইয়ূথ কয়্যারের সভাপতি আতিকুর রহমান মিঠুসহ সংবর্ধিত অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে গুনীজন সংবর্ধিত অতিথিরা হলেন, বগুড়া সরকারি আজিজুল হক কলেজের সাবেক অধ্যক্ষ সামস্-উল আলম জয়, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের প্রাধন অধ্যাপক ডাঃ জাকির হোসেন, ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনের সাবেক প্রধান প্রকৌশলী আলী আহমেদ, মুক্তিযোদ্ধা ও সমাজসেবক মরনোত্তর: মরহুম একেএম আজিজুর রহমান, রাজশাহী বিশ্ব বিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. আমিনুল ইসলাম, ঢাকা রাজউকের অথোরাইজড অফিসার আশরাফুল ইসলাম সুইট ও সংগীত শিল্পী নাজিফা তাসলিম লাবিবা।

সংবর্ধনা অনুষ্ঠান শেষে ভারতের কলকাতার অল্টারনেটিভ লিভিং থিয়েটারের পরিবেশনায় নাট্যকার প্রবীর গুহ রচিত ও শুভদীপ গুহ পরিচালিত লং মার্চ/ঘরে ফেরার গান নাটকটি মঞ্চায়ন করা হয়।

Bootstrap Image Preview