Bootstrap Image Preview
ঢাকা, ০৮ বুধবার, মে ২০২৪ | ২৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জামালগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত

সিলেট প্রতিনিধি 
প্রকাশিত: ০৯ মার্চ ২০১৯, ১০:২৪ AM
আপডেট: ০৯ মার্চ ২০১৯, ১০:২৪ AM

bdmorning Image Preview


পঞ্চম ধাপে অনুষ্ঠিতব্য সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

শুক্রবার (৮ মার্চ) সন্ধ্যায় নির্বাচন কমিশনের উপ সচিব (নির্বাচন পরিচালনা-২) মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত একপত্রে বিষয়টি সুনামগঞ্জ জেলা রিটার্নিং অফিসারকে নির্বাচন স্থগিত রাখার বিষয়টি অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। 

জামালগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার ডা. মমিনুর রহমান শুক্রবার রাতে নির্বাচন স্থগিত রাখার বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে রবিবার (১০ মার্চ) সারাদেশের ন্যায় পঞ্চমধাপে সুনামগঞ্জের জামালগঞ্জসহ জেলার ১০ উপজেলায় উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

নির্বাচন কমিশন থেকে প্রেরিত ই-মেইল পত্রে বলা হয়, ন্যায়সঙ্গত ও নিরপেক্ষভাবে এবং আইন অনুযায়ী  উপজেলা পরিষদ নির্বাচন পরিচালনা করা সম্ভব নয় মর্মে নির্বাচন কমিশনের কাছে প্রতীয়মান হয়েছে। ফলে পরবর্তী না দেয়া পর্যন্ত উল্লেখিত সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত রাখার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পত্রে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অুনযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা রিটানিং অফিসারকে নির্দেশ দেয়া হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক জেলা প্রশাসনের দায়িত্বশীল একটি সুত্র জানিয়েছে, ১০ মার্চ ভোট গ্রহনের দিন ওই দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ ও নিরপেক্ষভাবে নির্বাচনের ভোট গ্রহণ সম্ভব নয় এমন আশংকা প্রকাশ করে রাষ্টীয় একটি গোয়েন্দা সংস্থা সরকারের ওপর মহল ও ইসিকে এক রিপোর্টে অবহিত করলে ইসি ভোট গ্রহণের আর মাত্র দু’দিন আগে এ উপজেলায় ভোট গ্রহণ স্থগিত করার সিদ্ধান্ত নেয়। 

উল্লেখ্য, পঞ্চম ধাপে জেলার জামালগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ইউসুফ আল আজাদ। তিনি সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়জ্জেম হোসেন রতন বলয়ের অনুসারী। অপরদিকে জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ইউপি চেয়ারম্যান রেজাউল করীম শামীম মোট সাইকেল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে উপজেলা চেয়ারম্যান পদে  প্রতিদ্বন্দ্বিতা করে আসছিলেন। তিনি স্থানীয় এমপি রতন বলয় বিরোধী হিসাবে পরিচিত।   

Bootstrap Image Preview