Bootstrap Image Preview
ঢাকা, ০৮ বুধবার, মে ২০২৪ | ২৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

'বঙ্গবন্ধু' হয়ে ওঠার পেছনেও একজন নারীর ভূমিকা ছিল : খাদ্যমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ মার্চ ২০১৯, ১০:০৭ PM
আপডেট: ০৮ মার্চ ২০১৯, ১০:০৭ PM

bdmorning Image Preview


খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, টঙ্গিপাড়ার খোকা ক্রমেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে জাতির জনক হয়ে ওঠার পেছনে একজন নারীর ভূমিকা ছিল। সেই নারী বেগম ফজিলাতুননেছা মুজিব। তারই অনুপ্রেরণায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশনায়ক হয়ে উঠেছিলেন।

শুক্রবার (৮ মার্চ) বেলা সাড়ে ১১টায় নওগাঁয় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

খাদ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের নারীর ক্ষমতায়ন এখন বিশ্বস্বীকৃত। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের কারণে এবং তার সুদূরপ্রসারী দৃষ্টিভঙ্গি এ দেশের নারীদের যুগান্তকারী পরিবর্তন হয়েছে। প্রতিটি পরিবার থেকে নারীদের মূল্যায়ন করতে হবে তাহলেই সমাজে নারীর প্রকৃত মর্যাদা প্রতিষ্ঠিত হবে।

খাদ্যমন্ত্রী বলেন, প্রতিটি ধর্মেই নারীদের সম্মান দেওয়া হয়েছে। সব ক্ষেত্রেই নারীদের ভূমিকা গঠনমূলক। কাজেই এখন বাংলাদেশে নারী নেতৃত্বের বিকাশ শুরু হয়েছে। সকল ধর্মান্ধতা এবং কুসংস্কার থেকে বেরিয়ে এসে নারীদের সাথে নিয়ে দেশকে অর্থনৈতিক এবং সামাজিকভাবে এগিয়ে নিতে হবে। এ ক্ষেত্রে সচেতনতার কোনো বিকল্প নাই। পাশাপাশি নারীদের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে তাঁদের নিজেদের অধিকার সম্পর্কে অবহিত হতে হবে।

পিটিআই চত্বরে জেলা প্রশাসন ও জেলা মহিলাবিষয়ক অধিদফোতর আয়োজিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মিজানুর রহমান। এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. রাকিবুল আকতার। অন্যান্যের মধ্যে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়া মারিয়া পেরেরা, জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা ইশরাত জাহান, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শাহনাজ বেগম এবং জেলা পরিষদের সদস্য পারভীন আকতার বক্তব্য রাখেন।

Bootstrap Image Preview