Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বেনাপোলে বিপুল পরিমান ভারতীয় পণ্য জব্দ

শহিদুল ইসলাম,বেনাপোল প্রতিনিধি
প্রকাশিত: ০৮ মার্চ ২০১৯, ০৬:০১ PM
আপডেট: ০৮ মার্চ ২০১৯, ০৬:০১ PM

bdmorning Image Preview


যশোরের বেনাপোল সীমান্তে অভিযানে ময়ূরের পাখা এবং ফেন্সিডিলসহ বিভিন্ন প্রকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বিজিবি সদস্যরা। তবে এসময় কোন চোরাচালানীকে আটক করতে পারেনি বিজিবি।

বৃহস্পতিবার রাতে ও শুক্রবরি সকালে পৃথক পৃথক অভিযান চারিয়ে এসব পণ্য জব্দ করা হয়।

২১ বিজিবি ব্যাটালিয়ন পরিচালক ইমরান উল্লাহ সরকার জানান, পুটখালী বিওপি’র একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানাধীন শিকড়ী মাঠের কাঁচা রাস্তার উপর হতে বৃহস্পতিবার গভীর রাতে ২৬ হাজার পিস ভারতীয় ময়ূরের পাখা জব্দ করা হয়।

এছাড়াও পুটখালী বিওপির অন্য একটি টহল দল ইছামতি নদীর পাড় হতে শুক্রবার সকালে ৯৫ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ করে। এছাড়া দৌলতপুর বিওপির অন্য একটি টহল দল গাতিপাড়া কাঁচা রাস্তার উপর হতে ২৫০ পিস কিটকাট চকলেট, ৩৭ প্যাকেট সন পাপড়ি, ১১৮ প্যাকেট বিস্কুট, ৪১০ পিস নেহা মেহেদী এবং ২ প্যাকেট প্যাম্পার্স জব্দ করে।

জব্দকৃত মালামালের সর্বমোট মূল্য চার লক্ষ তেষট্টি হাজার ছয়শত ৭০ টাকা। যে মালামাল বেনাপোল কাস্টম হাউজে জমা করা হবে বলে তিনি জানান।

Bootstrap Image Preview