Bootstrap Image Preview
ঢাকা, ০৭ মঙ্গলবার, মে ২০২৪ | ২৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বোরকা পরে অনেক নারী অপরাধ করছে: রেলমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ মার্চ ২০১৯, ০৫:৪৫ PM
আপডেট: ০৮ মার্চ ২০১৯, ০৫:৪৫ PM

bdmorning Image Preview


বোরকা পরে অনেক নারী অপরাধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে পড়ছেন বলে মন্তব্য করেছেন রেলপথ মন্ত্রী অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন।

শুক্রবার (৮ মার্চ) দুপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে পঞ্চগড় সরকারি মিলনায়তন চত্বরে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদফতর আয়োজিত আলোচনা সভায় তিনি এ বলেন।

এ সময় রেলমন্ত্রী বলেন, হিজাবের নামে নারীরা নিজেরাই নিজেদের বন্দী করে ফেলছে। এটির মধ্যেও সুক্ষ ধর্মীয় প্রচারণা রয়েছে। এটি এখন বাংলাদেশের প্রত্যেক জায়গায় শুরু হয়েছে।

তিনি বলেন, জামায়াতের একদল আছে যাদের চোখ ছাড়া কিছুই দেখা যায় না। এ সবের সঙ্গে ধর্মের বড় ধরনের ধরণের সম্পর্ক আছে বলে আমি মনে করছি না। বোরকা পরে পড়ে অনেক নারী ক্রাইম করছে।

নারীরাই নারীদের দ্বারা বেশি নির্যাতনের শিকার হচ্ছে উল্লেখ করে নূরুল ইসলাম বলেন, নারীদের নিজেদের অধিকার রক্ষার জন্য নিজেদেরই এগিয়ে আসতে হবে। সেই সঙ্গে নারীদের সুশিক্ষার ব্যবস্থা করতে হবে।

নারী-পুরুষ বৈষম্যহীন সমাজ গঠনে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, কোটা আন্দোলনে নারীদেরই ক্ষতি হয়েছে। নারীরা বলতে পারত তাদের কোটা রাখতে হবে। কিন্তু তারাই আন্দোলনে নেমেছে। তাই কোটা বাদ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, এর আগে মন্ত্রী রঙিন বেলুন উড়িয়ে দিনব্যাপী নারী উন্নয়ন মেলার উদ্বোধন করেন। মেলায় নারীদের তৈরি বিভিন্ন জিনিস ও হস্তশিল্প নিয়ে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের ১০টি স্টল অংশ নেয়।

Bootstrap Image Preview