Bootstrap Image Preview
ঢাকা, ০৯ বৃহস্পতিবার, মে ২০২৪ | ২৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জয়পুরহাটে আন্তর্জাতিক নারী দিবসে নারী উন্নয়ন মেলা

আল মামুন, জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: ০৮ মার্চ ২০১৯, ০৪:৩৮ PM
আপডেট: ০৮ মার্চ ২০১৯, ০৪:৩৮ PM

bdmorning Image Preview


`সবাই মিলে ভাবো, নতুন কিছু করো, নারী-পুরুষ সমতার নতুন বিশ্ব গড়ো' এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জয়পুরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে।

 শুক্রবার সকাল ১০টায় জয়পুরহাটের রামদেও বাজলা সরকারী উচ্চ বিদ্যালয় থেকে একটি র‌্যালী বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালী শেষে জেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভায় বক্তৃতা করেন- স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট সামছুল আলম দুদু, জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সাবিনা সুলতানা ।

সভায় বক্তারা বলেন, নারীরা আর পিছিয়ে নেয়, তারা আজ অনেক দূরে এগিয়েছে। সেই সাথে বর্তমান দেশে পুরুষের সাথে সাথে নারীদেরকেও সব ধরনের সমান সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে।

আলোচনা শেষে জেলা প্রশাসন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরসহ স্থানীয় বেসরকারী সংস্থাগুলোর আয়োজনে জেলা পরিষদ মিলনায়ন চত্ত্বরে নারীদের অংশগ্রহনে বিভিন্ন পণ্যের একটি নারী উন্নয়ন মেলারও উদ্বোধন করা হয়।

Bootstrap Image Preview