Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দিনাজপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

জাকির হোসেন, দিনাজপুর প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৮ মার্চ ২০১৯, ০২:৪৯ PM
আপডেট: ০৮ মার্চ ২০১৯, ০২:৪৯ PM

bdmorning Image Preview


নারীর ক্ষমতায়ন বাড়াতে হবে উল্লেখ করে দিনাজপুর মহিলা পরিষদের সভাপতি কানিজ রহমান বলেছেন, নারীর ক্ষমতায়নের কোন বিকল্প নেই। সময় এসেছে নারীকে আরো এগিয়ে নেওয়ার। এ বিষয়টা মাথায় রেখেই আমাদের এগোতে হবে।  

শুক্রবার (৮ মার্চ) 'নারী ও কন্যার প্রতি ধর্ষনসহ সকল প্রকার সহিংসতা বন্ধ কর' এই শ্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখা আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে দিনাজপুর মহিলা পরিষদের সভাপতি কানিজ রহমান এসব কথা বলেন। 

তিনি আরও বলেন, কেউ যদি মনে করেন নারীকে অবহেলিত রেখেই সমাজের ও দেশের উন্নয়ন সম্ভব, সেটা কখনো চিন্তা করাও উচিত হবে না। কারণ পুরুষের সাফল্যের পিছনেও রয়েছে নারীর অবদান। তাই এই নারী সমাজকে এখন আর পেছনে থেকে সহায়ক শক্তি হিসেবে কাজে না লাগিয়ে তাদেরকেও সামনের দিকে নিয়ে এসে সরাসরি কাজে লাগাতে হবে। সম্মানের আসনে জায়গা করে নেওয়ার সুযোগ করে দিতে হবে। 

 

আলোচনা সভা শেষে মহিলা পরিষদের কার্যালয় সম্মুখ সড়কে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধন কর্মসূচি ও আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার সহ-সভাপতি সুমিত্রা বেসরা, অর্থ সম্পাদক রত্না মিত্র, সাংগঠনিক সম্পাদক রুবিনা আকতার, আন্দোলন সম্পাদক গৌরী চক্রবর্তী, প্রচার সম্পাদক জেসমিন আরা, সদস্য রুখসানা বিলকিস, মোছাঃ গোলেনুরসহ পাড়া কমিটির নেতৃবৃন্দরা। 



 

Bootstrap Image Preview