Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

 দেবহাটায় নারী দিবসের র‌্যালি অনুষ্ঠিত 

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশিত: ০৮ মার্চ ২০১৯, ০২:১৭ PM
আপডেট: ০৮ মার্চ ২০১৯, ০২:১৭ PM

bdmorning Image Preview


সাতক্ষীরার দেবহাটায় আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষ্যে র‌্যালি, আলোচনা সভা ও নারী মেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৮ মার্চ) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলার বিভিন্ন শ্রেণিপেশার নারী-পুরুষের অংশগ্রহণে উপজেলার চত্বর হতে বর্ণাঢ্য র‌্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মুক্ত মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, কেবিএ কলেজের অধ্যক্ষ রিয়াজুল ইসলাম, হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, সাধারণ সম্পাদক আর.কে.বাপ্পা, কিশোরী প্রকল্পের কো-অডিনেটর শাপলা পারভীন, নারী নেত্রী সুফিয়া খাতুন, রোকেয়া পারভীন প্রমুখ।

উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী জুয়েল হোসেন, তথ্য অফিসার সামসুন্নাহার, একটি বাড়ি একটি খামার প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মুক্তারানী মন্ডল, থানার এসআই দরবেশ ফকির, এএসআই জুয়েল হোসেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল ওহাব, আশার আলোর নির্বাহী পরিচালক আবু আব্দুল্লাহ আল আজাদ, নারী কণ্ঠ উন্নয়ণ সংস্থার সুপারভাইজার মুজিবর রহমান, শিক্ষক শেখ মুয়াজ্জিন আলীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

এদিকে, দিনব্যাপী মেলায় আংশ নেয় উপজেলা মহিলা বিষয়ক দফতর, মহিলা বিষয়কের আইজিএ প্রকল্প, নারীকণ্ঠ উন্নয়ন সংস্থা, তৃণমূল নারী উন্নয়ণ সংস্থা, আইডিয়াল, আশার আলো, স্বেচ্ছাসেবী মহিলা সমিতি, টাউনশ্রীপুর পল্লী সমাজসহ বিভিন্ন সংগঠন। এসব প্রতিষ্ঠানের তৈরী সামগ্রী  ও কর্মকাণ্ড  মেলায় প্রদর্শন করা হয়। 

Bootstrap Image Preview