Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সুনামগঞ্জে ২ বাড়িতে অগ্নিকাণ্ড, ২৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ মার্চ ২০১৯, ০১:৫৪ PM
আপডেট: ০৮ মার্চ ২০১৯, ০১:৫৪ PM

bdmorning Image Preview


সুনামগঞ্জ পৌরসভার উত্তর আরপিন নগর এলাকায় এক মর্মান্তিক অগ্নিকাণ্ডে দুই বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এই অগ্নিকাণ্ডে অন্তত ২৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলা জানিয়েছে ক্ষতিগ্রস্থ পরিবার।

বৃহস্পতিবার (৭ মার্চ) দিবাগত রাত হঠাৎ আগুনের সুত্রপাত হয়। তবে  কিভাবে আগুন লেগেছে  সে ব্যাপারে কিছু জানা যায়নি।

ফায়ার সার্ভিস সদর স্টেশনের স্টেশন অফিসার মো. সুলেমান জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সাথে সাথে সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট স্থানীয়দের সহযোগিতায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।

তিনি বলেন, প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে এখনও আগুনের সূত্রপাত কী থেকে হয়েছে তা জানা যায়নি।

স্থানীয়দের বরাতে জানা যায়, গত বৃহস্পতিবার (৭ মার্চ) রাত ৯টা থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে মৃত আবুল খায়ের তালুকদারের ছেলে বদরুল আলম ও মৃত আবু সালামের স্ত্রী ফরিদা বেগমের বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।

বদরুল আলম জানান, আগুনে ঘরের মূল্যবান আসবাপত্রসহ অন্তত ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

ফরিদা বেগম জানান, অগ্নিকাণ্ডে তার দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

 

Bootstrap Image Preview