Bootstrap Image Preview
ঢাকা, ০৯ বৃহস্পতিবার, মে ২০২৪ | ২৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মালয়েশিয়ায় তিন বছর ধরে অপকর্ম করে যাচ্ছেন ৯ বাংলাদেশি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ মার্চ ২০১৯, ১০:২১ PM
আপডেট: ০৭ মার্চ ২০১৯, ১০:২১ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের বিশেষ অভিযানে বিভিন্ন দেশের ১ হাজার ১৫০টি পাসপোর্ট, জাল ভিসা স্টিকারসহ (পিএলকেএস) গ্রেফতার করা হয়েছে ৯ বাংলাদেশিকে। এ ছাড়া স্থানীয় এক নাগরিককে গ্রেফতার করা হয়েছে।

অভিবাসন বিভাগের প্রধান দাতুক খায়রুল দাজামি দাউদ স্থানীয় সাংবাদিকদের জানান, রাজধানী কুয়ালালামপুরের পার্শ্ববর্তী আমপাং এলাকায় ৬ ফেব্রুয়ারি বুধবার একটি বাড়িতে অভিযান চালিয়ে ১১০টি পাসপোর্ট, ৭টি জাল ভিসার স্টিকার, ৪০ পিছ জাল রেজিস্ট্রেশন ফরম, ৬টি টেলিফোন ৩টি কম্পিউটার জব্দ করা হয়।

এ সময় বাংলাদেশিসহ ৯ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ওই আটজন বাংলাদেশিদের বয়স আনুমানিক ৩০ থেকে ৪৬ বছর।

পরবর্তীতে অভিবাসন বিভাগ সুবাংজায়ার একটি বাড়ি থেকে ১ হাজার ৪০টি পাসপোর্ট জব্দ করে। যার মধ্যে ৬৪৫টি বাংলাদেশি পাসপোর্ট, ৩৮৯টি পাসপোর্ট মেয়াদ শেষ এবং ৬টি জাল পাসপোর্ট ছিল। বাকি পাসপোর্ট কোন দেশের তা জানা যায়নি।

অভিবাসন বিভাগের প্রধান আরও জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘ তিন বছর ধরে জাল পাসপোর্ট জাল ভিসাসহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডে জড়িত থেকে সাধারণ শ্রমিকদের ট্রেপে ফেলে লাখ লাখ রিঙ্গিত হাতিয়ে নিয়েছে। তদন্তের স্বার্থে গ্রেফতারকৃত বাংলাদেশিদের নাম প্রকাশ করা হয়নি।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অভিযোগ তদন্ত করা হচ্ছে বলে জানালেন ইমিগ্রেশনপ্রধান।

Bootstrap Image Preview