Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বুধবার, মে ২০২৪ | ১ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

তালায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী প্রণব ঘোষের মনোনয়ন প্রত্যাহার

এসএম বাচ্চু, তালা (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৭ মার্চ ২০১৯, ০৯:৫৭ PM
আপডেট: ০৭ মার্চ ২০১৯, ০৯:৫৭ PM

bdmorning Image Preview


আসন্ন তালা উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিনে প্রার্থীতা প্রত্যাহার করেছেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী প্রভাষক প্রণব ঘোষ বাবলু। 

বৃহস্পতিবার (৭ মার্চ) জেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং অফিসার মোঃ নাজমুল কবীরের কাছে প্রত্যাহারপত্র জমা দেন। পরে বিকালে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন।

সংবাদ সম্মেলনে প্রভাষক প্রণব ঘোষ বাবলু বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দের নির্দেশনা ও বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার প্রতি আনুগত্য স্বীকার করে তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থীতার মনোনয়ন প্রত্যাহার করছি।

তিনি আরিও বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের যোগদানের পর দলীয় কর্মসূচি, জামাত বিএনপির দুঃশাসন ও নাশকতা বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছি। বিগত ২ বার জাতীয় সংসদ নির্বাচন ও উপজেলা নির্বাচনে মূল সংগঠকের ভুমিকা পালন করেছি। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আমি দলীয় মনোনয়ন চেয়েছিলাম। তার জন্য দলীয় ভোটের লড়াই করেছিলাম। দলীয় মনোনয়ন না পাওয়ার পরেও আমার শুভাকাঙ্খি নেতাকর্মীদের চাপে তালা উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছিলাম। 

প্রভাষক প্রণব ঘোষ বাবলু মনোনয়ন প্রত্যাহারের পর সর্বশেষ উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিবেন, বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ঘোষ সনৎ কুমার ও স্বতন্ত্র প্রাথী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এসএম ফজলুল হক। 
 

Bootstrap Image Preview