Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বুধবার, মে ২০২৪ | ৩১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

'সুষ্ঠু নির্বাচনে ভোটগ্রহণ কর্মকর্তাদের যথাযথ দায়িত্ব পালন করতে হবে'

ইউসুফ আলী সুমন, মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৭ মার্চ ২০১৯, ০৯:১৮ PM
আপডেট: ০৭ মার্চ ২০১৯, ০৯:১৮ PM

bdmorning Image Preview


নির্বাচন কমিশনার কবিতা খানম বলেছেন, অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য ভোটগ্রহণ কর্মকর্তাদের যথাযথ দায়িত্ব পালন করতে হবে।

বৃহস্পতিবার (৭ মার্চ) বিকেলে ৫ম উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে নওগাঁর মহাদেবপুরে সর্বমঙ্গলা পাইলট উচ্চ বিদ্যালয়ে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এই প্রশিক্ষণ কর্মসূচিতে উপজেলার ৭০টি কেন্দ্রের জন্য ৭৮ জন প্রিসাইডিং অফিসার ও ৫৯৭ জন সহকারী প্রিসাইডিং অফিসার প্রশিক্ষণ গ্রহণ করেন।

এসময় তিনি বলেন, ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে আসতে পারেন এবং ভোট দিয়ে বাড়ি ফিরে যেতে পারেন তা নিশ্চিত করতে হবে। এর অন্যথা হলে নির্বাচন কমিশন কঠোর পদক্ষেপ নেবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোবারক হোসেন পারভেজের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুবুর রহমান, জেলা নির্বাচন কর্মকর্তা শাহিনুর ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) রকিবুল আক্তার।

এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা নজরুল ইসলাম, মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেন প্রমুখ। 

কবিতা খানম বলেন, আগামী উপজেলা পরিষদ নির্বাচনে কোন পেশী শক্তি, অর্থ শক্তি বা স্বজনপ্রীতি বরদাস্ত করা হবে না। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চাই না। নির্বাচন কমিশন স্বচ্ছ ও জবাবদিহিতায় বিশ্বাসী। কোন অপশক্তির কাছে মাথা নত করা যাবে না। আমরা কোন দল, গোষ্ঠী বা ব্যক্তিকে চিনি না। আমরা ভোটারদের চিনি। তারা যাতে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট দিতে পারে সেজন্য যা যা করা দরকার তার সব কিছুই করতে হবে।

প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত সংখ্যক আইনশৃংখলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। তারা একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে আমাদের সহযোগিতা করবেন। 

তিনি আরও বলেন, নির্বাচনে কোন প্রার্থী বা ভোটার যেন হয়রানির শিকার না হয় সেদিকে সকলকে খেয়াল রাখতে হবে। নির্বাচনে হার-জিতের মানসিকতা থাকতে হবে। নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীদের সজাগ থাকতে হবে। কোন হুমকি বা কোন কিছুর কাছে নত স্বীকার করা যাবে না। খেয়াল রাখতে হবে নির্বাচন যেন কোনক্রমেই প্রশ্নবিদ্ধ না হয়।

উল্লেখ্য, আগামী ১৮ মার্চ দ্বিতীয় ধাপে মহাদেবপুর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
 

Bootstrap Image Preview