Bootstrap Image Preview
ঢাকা, ০৭ মঙ্গলবার, মে ২০২৪ | ২৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কারাগার থেকে মুক্তি পেলেন দুলু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ মার্চ ২০১৯, ০৯:১০ PM
আপডেট: ০৭ মার্চ ২০১৯, ০৯:১০ PM

bdmorning Image Preview


বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু প্রায় তিন মাস কারাভোগের পর জামিনে মুক্তি পেলেন।

বৃহস্পতিবার (৭ মার্চ) সন্ধ্যায় কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। এ সময় জেলগেটে উপস্থিত বিএনপির নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে স্বাগত জানান।

এর আগে রাজধানীর শেরেবাংলা নগর থানার নাশকতার মামলায় গত বছরের ১২ ডিসেম্বর গুলশানের বাসা থেকে রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-২ আসন থেকে দলীয় মনোনয়ন পান তিনি। কিন্ত শেষ পর্যন্ত আদালতে তার মনোনয়ন আটকে যায়। পরে এ আসন থেকে তার স্ত্রী সাবিনা ইয়াসমিনকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দিলে তিনি নির্বাচনে অংশ নেন।

Bootstrap Image Preview