Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মনসুরের শপথ; টাকা-পয়সার লেনদেন দেখছেন জাফরুল্লাহ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ মার্চ ২০১৯, ০৮:৪৯ PM
আপডেট: ০৭ মার্চ ২০১৯, ০৮:৫০ PM

bdmorning Image Preview


দলীয় সিদ্ধান্ত অমান্য করে একাদশ সংসদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন মৌলভীবাজার-২ আসন থেকে জাতীয় নির্বাচনে বিজয়ী গণফোরাম নেতা সুলতান মোহাম্মদ মনসুর। বৃহস্পতিবার বেলা ১১টার পর সংসদ সচিবালয়ে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে শপথ নেন তিনি।

এ দিকে শপথ নিয়ে সুলতান মোহাম্মদ মনসুর অনৈতিক কাজ করেছেন বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।

আজ বৃহস্পতিবার ডা. জাফরুল্লাহ চৌধুরী এ ধরনের মন্তব্য করেন।

জাফরুল্লাহ চৌধুরী আরও বলেন, সুলতান মোহাম্মদ মনসুর শপথ নিয়ে অনৈতিক কাজ করেছেন, এখানে টাকা পয়সারও লেনদেন থাকতে পারে।

শপথ নেয়ায় সুলতান মনসুর আহমদের বিষয়ে গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টু বলেন, ‘কারো মনের কথা তো বুঝা যায় না। আমরা উনাকে ঠিক চিনে উঠতে পারিনি’। এ সময় তিনি সুলতান মোহাম্মদ মনসুর আহমদকে বহিষ্কারের ঘোষণা দেন।

মন্টু এ সময় দাবি করেন, তাদের দলের আরেক নির্বাচিত সদস্য মোকাব্বির খান এমপি হিসেবে শপথ নেবেন না।

এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কার্যালয়ে শপথ বাক্য পাঠ করেন সুলতান মোহাম্মদ মনসুর। শপথ নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মনসুর।

সুলতান মনসুর সাংবাদিকদের বলেন, জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের জ্ঞাতসারেই (নলেজেই) শপথ নিয়েছি। তিনি ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত বাকি সাত সদস্যকেও শপথ নেয়ার আহ্বান জানান তিনি।

গণফোরাম বহিষ্কার করলে কী করবেন, এমন প্রশ্নে তিনি বলেছিলেন,  দল তার সিদ্ধান্ত নেবে, আমি আমার ভূমিকা পালন করব। দল হিসেবে তারা সিদ্ধান্ত নিতেই পারে। তাদের সিদ্ধান্তের অপেক্ষায় থাকুন। আর আমার ভূমিকার অপেক্ষায় থাকেন।

তিনি বলেন, আমি এর আগেও সংসদ সদস্য ছিলাম। সংবিধানের ৭০ অনুচ্ছেদ জেনে-বুঝেই এ সিদ্ধান্ত নিয়েছি। একজন নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে সংসদে অংশ নেয়া হলো আমার প্রথম ও প্রধান কাজ। আমি আমার সংসদীয় এলাকা এবং জনগণের কথা বলতে শপথ নিয়েছি।

তিনি আরও বলেন, বহু প্রতিকূলতা সত্ত্বেও মৌলভীবাজার-২ আসনের জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। আমার প্রতি তাদের এই অকুণ্ঠ সমর্থনকে শ্রদ্ধা জানাতে শপথ নিয়েছি। জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতাকে জানিয়েই শপথ নিয়েছি।

Bootstrap Image Preview