Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মাটিরাঙ্গায় লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার

আবুল হাসেম, মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৭ মার্চ ২০১৯, ০৮:১৬ PM
আপডেট: ০৭ মার্চ ২০১৯, ০৮:১৬ PM

bdmorning Image Preview


খাগড়াছড়ির মাটিরাঙ্গায় স্থানীয়ভাবে উদ্ভাবিত 'লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ' শীর্ষক সেমিনার ও প্রদর্শনী মেলার উদ্বোধন করা হয়েছে। 

বৃহস্পতিবার (৭ মার্চ) সকাল ১১টার দিকে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের নবনির্মিত অডিটোরিয়ামে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন ও বাংলাদেশ বিজ্ঞান শিল্প গবেষণা পরিষদের সমন্বয়ে দুইদিন ব্যাপী এ মেলার উদ্বোধন করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ।

পরে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ'র সভাপতিত্বে এবং মাটিরাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মো. মোহতাছিম বিল্লাহ এর সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. তাজুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমা, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ সৈয়দ মো. জাকির হোসেন পিএিম, মাটিরাঙ্গা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রশান্ত কুমার ত্রিপুরা ও মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি এমএম জাহাঙ্গীর আলম।

দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার প্রথমদিনে আয়োজিত সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য উপস্থাপন করেন, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আহসান হাবীব এবং আলোচক হিসেবে বক্তব্য রাখেন, উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. উম্মে শারমীন আখতার।

দুই দিনব্যাপী এ বিজ্ঞান মেলার উদ্বোধনী অনুষ্ঠানে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের পদস্থ বিভাগীয় কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

 

Bootstrap Image Preview