Bootstrap Image Preview
ঢাকা, ০৭ মঙ্গলবার, মে ২০২৪ | ২৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মাদ্রাসা নির্মাণের জন্য কবর খুঁড়ে লাশ উত্তোলন!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ মার্চ ২০১৯, ০৮:১১ PM
আপডেট: ০৭ মার্চ ২০১৯, ০৮:১১ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নে কবরস্থান থেকে এক শিশুর লাশ তুলে নেয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে ওই লাশ তুলে বস্তায় ভরে জঙ্গলের ঝুপঝাড়ে ঢুকিয়ে রাখা হয়।

এলাকাবাসী সূত্রে জানা যায়, রিংভং ছগিরশাহ কাটা এলাকার ছগিরশাহ কাটা দক্ষিণ পাহাড় পূর্ব পাড়া মসজিদ কমিটির লোকজন মসজিদের পাশে একটি নুরানি মাদ্রাসা নির্মাণের কথা বলে কবর খুঁড়ে এই লাশ তুলে নিয়েছে। লাশ তুলে নেয়ার ঘটনা এলাকায় জানাজানি হয়ে গ্রামবাসীর মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে।

ট্রাকচালক সাইফুল ইসলাম জানান, গত ১১দিন আগে তার নবজাতক মো. ইব্রাহিম মারা যায়। শিশুটি মারা যাওয়ার পর জানাজা শেষে ওই মসজিদসংলগ্ন কবরস্থানে দাফন করা হয়। ওই মসজিদ পরিচালনা কমিটির লোক নুরুল আমিন, সুলতান ও মোহাম্মদ হোছন মেম্বার বৃহস্পতিবার সকালে কবর খঁড়ে লাশটি তুলে বস্তায় ভরে পাশের জঙ্গলের ঝোপঝাড়ে ঢুকিয়ে রাখেন।

এরপর, বস্তা থেকে গন্ধ বের হওয়ায় এলাকাবাসী বিষয়টি জানতে পারলে চারদিকে হইচই পড়ে যায়। এ ঘটনায় গ্রামবাসীর মধ্যে উত্তেজনা দেখা দেয়।

মসজিদ পরিচালনা কমিটির নুরুল আমিনের কাছ থেকে জানতে চাওয়া হলে তিনি বলেন, সেখানে একটি নুরানি মাদ্রাসা নির্মাণের কথা বলে কবর খুঁড়ে লাশটির খণ্ডিত অংশ তুলে নেয়া হয়েছে।

এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য রফিক আহমদ বলেছেন, কবর খুঁড়ে শিশুর লাশটি তুলে নেয়ার সময় মসজিদ কমিটির লোকজন কাউকে অবহিত করেননি।

এ ব্যাপারে চকরিয়া থানার ওসি মো. বখতিয়ার উদ্দিন চৌধুরীর কাছ থেকে জানতে চাইলে তিনি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন বলে জানান।

Bootstrap Image Preview