Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নন্দীগ্রামে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু

জোবায়ের রানা, নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৭ মার্চ ২০১৯, ০৭:১৭ PM
আপডেট: ০৭ মার্চ ২০১৯, ০৭:১৯ PM

bdmorning Image Preview


বগুড়ার নন্দীগ্রামের রণবাঘা বাজারে সরকারি খাস জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। বিভিন্ন হাটবাজারে সরকারি খাস জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। 

বৃহস্পতিবার (৭ মার্চ) সকাল থেকে বগুড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জহুরুল ইসলামের নেতৃত্বে রণবাঘা মাছ বাজার এলাকা থেকে এ উচ্ছেদ অভিযান শুরু হয়।

এসময় তিনি জানান, জেলার বিভিন্ন হাটবাজারে সরকারি খাস জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। 

মূলত সরকারি খাস জায়গা অবৈধ দখলদারদের হাত থেকে মুক্ত করতে জেলা প্রশাসন এ উচ্ছেদ অভিযান চালাচ্ছে। এবার তারা টেকসই উচ্ছেদের দিকে নজর দিচ্ছে। তবে ক্ষতিগ্রস্তদের দাবি আর একটু সময় দিলে তারা তাদের ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল নিরাপদে সড়িয়ে নিতে পারতেন। 

উচ্ছেদে ক্ষতিগ্রস্তরা সময় না দেয়ার অভিযোগ তুললেও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জহুরুল ইসলাম বলেন, অবৈধভাবে গড়ে ওঠা ১৪৫টি স্থাপনার মালিকদের স্থাপনা সড়িয়ে নেয়ার জন্য নোটিশ দেয়া হয়েছিল। কিন্তু তারা কোন কর্ণপাত করেননি। এরপর তাদের সতর্ক করতে আগে থেকে মাইকিং করা হয়েছে।  


 
 

Bootstrap Image Preview