Bootstrap Image Preview
ঢাকা, ১৬ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

গাজীপুর বার নির্বাচনে ১৮ পদে আওয়ামীপন্থীর জয়

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ মার্চ ২০১৯, ০৪:০৭ PM
আপডেট: ০৭ মার্চ ২০১৯, ০৪:০৭ PM

bdmorning Image Preview


গাজীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে (২০১৯-২০২০) ২২ সদস্য বিশিষ্ট কমিটির সভাপতিসহ ১৮ পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থীরা জয়ী হয়েছেন।

এছাড়া সাধারণ সম্পাদকসহ ৪টি পদে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত প্রার্থীরা জয়ী হয়েছেন। 

ভোট গণনা শেষে বৃহস্পতিবার সকালে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেটআসলাম হোসেন এ ফলাফল ঘোষণা করেন।

এর আগে বুধবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দিনব্যাপী এ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত খালেদ হোসেন-জাকির উদ্দিন আহাম্মদ পরিষদ থেকে বিজয়ী প্রার্থীরা হলেন, সভাপতি খালেদ হোসেন, সহ-সভাপতি এস এম রমিজ উদ্দিন ও এ কে এম শারফুদ্দিন, সহ-সাধারণ সম্পাদক শেখ হারুন অর রশিদ পাভেল, কোষাধ্যক্ষ মুহাম্মদ মোরশেদ আলম, লাইব্রেরি সম্পাদক এস এম খালেদ মাহমুদ রাব্বি, সাংস্কৃতিক সম্পাদক হাফিজুর রহমান, মহিলা সম্পাদিকা শিউলি সুলতানা, সদস্য পদে আক্তারুজ্জামান, মোহাম্মদ আমীর হোসেন, আলমগীর, এনামুল হক, গোপাল সূত্রধর, প্রশান্ত চন্দ্র সরকার, মিঠুন আহমেদ, রাজীব আহমেদ রাসেল, রফিকুল ইসলাম ভূঁইয়া ও সাজ্জাদুল কবির সুমন।

জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত সিদ্দিকুর রহমান-মনজুর মোর্শেদ প্রিন্স পরিষদের নীল প্যানেলের নির্বাচিতরা হলেন, সাধারণ সম্পাদক মনজুর মোর্শেদ প্রিন্স, অডিটর মুহাম্মদ ফখরুদ্দীন আকবরী খসরু, ক্রীড়া সম্পাদক মুহাম্মদ মাহফুজুল আলম হীরা এবং সদস্য পদে এস এম রাশেদ সানু।

প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আসলাম হোসেন সাংবাদিকদের জানান, এবারের নির্বাচনে ১ হাজার ৭৮৮ জন ভোটারের মধ্যে ১ হাজার ৬০৯ জন ভোট দিয়েছেন।

Bootstrap Image Preview