Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বুধবার, মে ২০২৪ | ১ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বেতন বৈষম্য দূরীকরণের দাবিতে সাতক্ষীরায় শিক্ষকদের মানববন্ধন

রাহাত রাজা, সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ০৭ মার্চ ২০১৯, ০২:৪৩ PM
আপডেট: ০৭ মার্চ ২০১৯, ০২:৪৩ PM

bdmorning Image Preview


প্রাথমিক সহকারী শিক্ষকদের বেতন বৈষম্য দূরীকরণের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুরে সাতক্ষীরা পি.টি.আই চত্বরে উক্ত মানববন্ধন কর্মসূচি পালিত হয়।মানববন্ধনে বক্তব্য রাখেন, সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলীম, শরীফুর রহমান সজল, শেখ বনি আমিন, সৌমেন হাসান, সঞ্চয় ঘোষ, ফৌজিয়া মুনমুন, আছমা খাতুন প্রমুখ। 

মানববন্ধনে বক্তারা বলেন, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের বেতন বৈষম্য দূরীকরণের জন্য সরকার যে উদ্যোগ গ্রহণ করেছেন সে জন্য আমরা সাধুবাদ জানাই। কিন্তু সহকারী শিক্ষকরা পাবেন ১২তম গ্রেড আর প্রধান শিক্ষকরা পাবেন ১০ম গ্রেড। এই সংক্রান্ত প্রস্তাবিত গ্রেড পাশ হলে প্রধান শিক্ষক হিসেবে পদোন্নতি পেতে সহকারী শিক্ষকদের দুটি ধাপ অতিক্রম করতে হবে। আর তাই সহকারী প্রধান শিক্ষক পদটি নতুন করে সৃষ্টি না করে প্রধান শিক্ষককের পরের ধাপেই ১১তম গ্রেডেই সহকারী শিক্ষকদের বেতন দেয়ার জন্য আমরা সরকারের কাছে জোর দাবী জানাচ্ছি।

মানববন্ধনে সকল প্রাথমিক সহকারী শিক্ষকদের পক্ষে পিটিআই এ কর্মরত ডিপিএড প্রশিক্ষাণার্থী সহকারী শিক্ষকরা অংশ গ্রহণ করেন। 

Bootstrap Image Preview