Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, মে ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাঙ্গামাটিতে ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ মার্চ ২০১৯, ০১:৫৭ PM
আপডেট: ০৭ মার্চ ২০১৯, ০১:৫৭ PM

bdmorning Image Preview


রাঙ্গামাটির বাঘাইছড়িতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুর্বৃত্তের গুলিতে শিক্ষাদন চাকমা নামে এক নেতা নিহত হয়েছেন।নিহত শিক্ষাদন চাকমা ইউপিডিএফের বাঘাইছড়ি মঙ্গলতলী ইউনিয়নের সহকারী পরিচালক।

আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের ধানখেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।

জানা যায় , সাজেকের একটি দোকানের সামনে সাংগঠনিক কাজ করছিলেন শিক্ষাদন চাকমা। এ সময় ৫-৬ জন দুর্বৃত্ত তাকে প্রকাশ্যে গুলি করে চলে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি।

উল্লেখ্য, ধাওয়া-পাল্টাধাওয়ায়  গত ১২ মাসে বাঘাইছড়িসহ  পার্বত্য তিন জেলায় ৪০ জন নিহত হয়েছেন। এ ছাড়া অসংখ্য অপহরণ, গুম এবং নিখোঁজের ঘটনা ঘটেছে।২০১৫ সালের আঞ্চলিক সংগঠনগুলোর দ্বন্দ্ব-সংঘাত অনেকটাই কমে আসে।২০১৭ সালের ১৫ নভেম্বর ইউপিডিএফ (গণতান্ত্রিক) সৃষ্টির পর থেকেই বেড়ে যায় সংঘাত। এর মধ্যে চলতি বছরে ব্রাশফায়ারে নিহত হয়েছে পাঁচজন।

 

 

 

 

 

 

 

 

Bootstrap Image Preview