Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, মে ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পদ্মাসেতু প্রকল্পের চুরি যাওয়া সরঞ্জামাদি উদ্ধার, আটক ৪

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ মার্চ ২০১৯, ০১:০২ PM
আপডেট: ০৭ মার্চ ২০১৯, ০১:০২ PM

bdmorning Image Preview


পদ্মাসেতু প্রকল্পের চুরি যাওয়া সরঞ্জামাদি মুন্সিগঞ্জের লৌহজংয়ের মাওয়া ঘাট এলাকা থেকে উদ্ধার করেছেন র‍্যাবের সদস্যরা। এসময় অভিযান চালিয়ে চোর চক্রের চার সদস্যকে আটক করা হয়।

বুধবার (০৬ মার্চ) দিনগত রাত ৮টা থেকে র‍্যাব-১১ অভিযান পরিচালনা শুরু করে রাত ১২টা পর্যন্ত ২৫ টন রড, ৫০০ লিটার চোলাই তেল, অ্যাঙ্গেলসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

জানা যায়,পদ্মাসেতুর পাইলিংয়ের কাজে ব্যবহৃত রড, অ্যাঙ্গেলসহ বিভিন্ন সরঞ্জামাদি চোর চক্রের সদস্যদের থেকে উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত ২৫ টন রড, ৫০০ লিটার চোলাই তেল, অ্যাঙ্গেল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত তেল পদ্মাসেতুর কাজে ব্যবহৃত নৌযানে ব্যবহার হতো। মাওয়া ঘাটের কয়েকটি ট্রলার এবং চোর চক্রের সঙ্গে আরো অনেকে জড়িত আছে বলে ধারণা করা হচ্ছে।

দীর্ঘদিন ধরেই এই চক্রটি পদ্মাসেতুর কাজে ব্যবহৃত সরঞ্জামাদি এবং যন্ত্রপাতি, তেল চুরি করে আসছিল।

র‍্যাব-১১ সিপিসি-১ এর কমান্ডার মো. এনায়েত হোসেন মান্নান বলেন, আটক চার জনের পরিচয় এখনও জানা যায়নি। খুব শিগ্রয় অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Bootstrap Image Preview