Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শুক্রবার, মে ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বাড়িতে হঠাৎ আগুন লাগলে যা করবেন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ মার্চ ২০১৯, ১২:৩৯ PM
আপডেট: ০৭ মার্চ ২০১৯, ১২:৩৯ PM

bdmorning Image Preview


ইদানিং হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণ হারাচ্ছে অনেক মানুষ। কিছু বুঝে ওঠার আগেই ঘটে যাচ্ছে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। আগুনে শুধু বাড়ি বা সম্পদের ক্ষতি হচ্ছে তা নয়। আগুনে প্রাণ হারানোর সঙ্গে সঙ্গে পুড়ে যাচ্ছে তাদের স্বপ্ন। অনেক পরিবার অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে যাচ্ছে। এছাড়া যারা আগুনে পোড়া ক্ষত নিয়ে বেঁচে আছেন তাদের অবস্থা আরও ভয়াবহ।

তাই আগুন থেকে বাঁচতে সবচেয়ে বেশি প্রয়োজন হলো সতর্কতা। আগুন লাগার পরে সাধারণত সবাই বুঝে উঠতে পারে না কী করণীয়। আগুন যদি লেগেই যায় সে ব্যাপারে সতর্ক থাকতে হবে।

চকবাজারে গত ২০ ফেব্রুয়ারি অগ্নিকাণ্ডে পুড়ে মারা যান ৭১ জন। আহত হন ৪১ জন। এখানকার নন্দকুমার দত্ত রোডের শেষ মাথায় চুড়িহাট্টা শাহী মসজিদের পাশে ৬৪ নম্বর হোল্ডিংয়ের ওয়াহেদ ম্যানশন ঘিরে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আবাসিক ভবনটিতে কেমিক্যাল গোডাউন থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

আসুন জেনে নেই হঠাৎ আগুন লাগলে কী করবেন?

১. জিনিসপত্র বাঁচাতে গিয়ে সময় নষ্ট না করে আগে বাড়ির সবাই সাবধানে বেরিয়ে আসুন নিরাপদ জায়গায়। মনে রাখবেন, জিনিসপত্রের দাম প্রাণের চেয়ে বেশি নয়।

২. আগুন লাগলে দমকল বা অন্য যেসব আপত্কালীন নিরাপত্তা সংস্থায় খবর দেওয়া দরকার সেসব ফোন নম্বরের তালিকা করে হাতের কাছে অথবা বাড়ির ফোনের কাছে রেখে দিন। তবে আগুন লেগে গেলে বাড়ির ফোন থেকে ফোন করতে গিয়ে জীবনের ঝুঁকি নেবেন না। বাড়ির ভেতর থেকে ফোন করার সময় অসাবধানে আগুন আপনাকে বা পরিবারের অন্য কাউকে ছুঁয়ে ফেললে পারে।

৩. বাড়ি থেকে বের হওয়ার সময় সবচেয়ে নিরাপদ রাস্তাটি দিয়ে বের হোন। যদি সারা বাড়ি ঘন কালো ধোঁয়ায় ভরে যায় তাহলে নিচু হয়ে হামাগুড়ি দিয়ে অথবা গড়াতে গড়াতে বের হতে হবে। মুখ সম্পূর্ণ ঢেকে ধোঁয়ার তলা দিয়ে বের হয়ে আসুন। নইলে ধোঁয়ায় যে বিষাক্ত গ্যাসসমূহ থাকে তা মুখ-চোখে ঢুকে আপ নাকে দৃষ্টি হীল করে দিতে পারে। এতে আপনি বা পরিবারের অন্যরা জ্ঞান হারিয়ে ফেলতে পারেন।

৪. যদি একটু বেশি সময় পান তাহলে ভারী কম্বল ভিজিয়ে সবাই গায়ে জড়িয়ে নিন। বিশেষ করে শিশুদের। কারণ ওদের চামড়া অনেক বেশি নরম ও সংবেদনশীল বলে আঁচে ঝলসে যেতে পারে।

৫. এমন দরজা দিয়ে বের হওয়ার চেষ্টা করবেন না যেটা প্রচণ্ড গরম। দরজাটা নিরাপদ কি না বোঝার জন্য হাতের উল্টো পিঠ দিয়ে দরজাটা ছুঁয়ে দেখুন, ছুঁয়ে দেখুন দরজার নবও। যদি দেখেন তেমন গরম নয় তবুও সাবধান থাকুন। দরজার সাথে নিজের কাঁধ লাগিয়ে অল্প ঠেলে খুলুন। যদি ধোঁয়া বা আগুনের হলকা দেখেন তাহলে সাথে সাথে দরজাটা আবার চেপে বন্ধ করে দিন। যাতে আগুন ওই দিক দিয়ে ঢুকে পড়তে না পারে। তারপর অন্য দিকের দরজা দিয়ে বের হওয়ার চেষ্টা করুন।

৬. কোনো রকমে একবার জ্বলন্ত বাড়ির ভেতর থেকে বের হয়ে আসতে পারলে প্রথমেই ফোন করুন ফায়ারব্রিগেডকে। কোনো কারণেই আগুন না নেভা পর্যন্ত বাড়ির ভেতর আবার ঢোকার চেষ্টা করবেন না।

৭. বের হওয়ার পর দ্বিতীয় কাজ হলো কার, কোথায় চিকিত্সা দরকার তা দেখা এবং তার ব্যবস্থা করা। কেউ বেশি আহত হয়ে থাকলে দ্রুত হাসপাতালে পৌঁছানোর ব্যবস্থা করা দরকার তখনই। দমকল কর্মীরা গ্রিন সিগনাল দিলে তবেই বাড়িতে ফিরবেন।

Bootstrap Image Preview