Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হবিগঞ্জে স্কুলছাত্রীকে উত্যক্ত করার অভিযোগে ২ যুবকের জেল জরিমানা 

আজিজুল ইসলাম সজীব, হবিগঞ্জ প্রতিনিধি:
প্রকাশিত: ০৭ মার্চ ২০১৯, ০৯:৫৭ AM
আপডেট: ০৭ মার্চ ২০১৯, ০৯:৫৭ AM

bdmorning Image Preview


হবিগঞ্জের বানিয়াচঙ্গ উপজেলায় এক স্কুলছাত্রীকে উত্যক্ত করার অভিযোগে দুই যুবক কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (০৬ মার্চ) বিকেলে বানিয়াচং উপজেলা সহকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ছাব্বির আহমেদ আকুঞ্জি এ দন্ডাদেশ প্রদান করেন।

দণ্ডিতরা হল :- উপজেলার সিকন্দরপুর গ্রামের আব্দুল আলীমের পুত্র আব্দুল খালেক আকাশ (১৬) এবং হবিগঞ্জ সদর উপজেলার উমেদনগর গ্রামের মোস্তফা মিয়ার পুত্র হৃদয় মিয়া (২০)।

স্থানীয়রা জানায়, সিকন্দরপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে রাস্তায় স্কুলছাত্রীদের উত্ত্যক্ত করছিলেন বখাটেরা। খবর পেয়ে পুলিশ স্কুলের সামনের রাস্তা থেকে আকাশ ও হৃদয়কে আটক করে। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের সামনে হাজির করলে বিচারক আকাশকে পাঁচ হাজার টাকা জরিমানা ও হৃদয়কে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ছাব্বির আহমেদ আকুঞ্জী বিষয়টি নিশ্চিত করে বলেন, সন্ধ্যায় হৃদয়কে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া আকাশকে জরিমানার টাকা ও মুছলেখা আদায় করে ছেড়ে দেওয়া হয়েছে। 

Bootstrap Image Preview