Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ওয়াশিংটন ডিবি পুলিশের হাতে অস্ত্র গুলিসহ গ্রেফতার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ মার্চ ২০১৯, ১০:৩০ PM
আপডেট: ০৬ মার্চ ২০১৯, ১০:৩০ PM

bdmorning Image Preview


মোটরপার্টস ব্যবসায়ি ও আমদানিকারক মহিদুল ইসলাম শাফা হত্যার মূল পরিকল্পনাকারী চৌধুরি আনোয়ার রেজা ওরফে ওয়াশিংটনকে (৪৮) অস্ত্র গুলি ও ইয়াবাসহ গ্রেফতার করে যশোর ডিবি পুলিশ।

শহরের খড়কি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ওয়াশিংটন শহরের ৮০ নং নলডাঙ্গা রোডের চৌধুরি আলি রেজার ছেলে। ভারতে বসে ওয়াশিংটন ভাড়াটে খুনি দিয়ে শাফাকে হত্যা করে বলে অভিযোগ রযেছে।

বুধবার দুপুরে জেলা ডিবির পুলিশ লাইনস্থ কনফারেন্স রুমে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে ওসি মারুফ আহম্মেদ সাংবাদিকদের জানান, মঙ্গলবার রাত সাড়ে ৯ টায় তিনি গোপনে খবর পান শাফা হত্যার পরিকল্পনাকারি ওয়াশিংটন খড়কি শাহ আব্দুল করিম রোডস্থ অধ্যক্ষ আব্দুল হাইয়ের বাড়ির সামনে অবস্থান করছে। এ খবরের ভিত্তিতে তিনি অভিযান চালিয়ে ওয়াশিংটনকে আটক করেন। এসময় পুলিশ ওয়াশিংটনের কাছ থেকে একটি বিদেশি ওয়ান সুটারগান, এক রাউন্ড গুলি ও ৫শ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। ওসি মারুফ আহম্মেদের নেতৃত্বে অভিযানে অংশ নেন এস আই আশরাফুল,এস আই শামিম, এস আই মুরাদ ও এএসআই মনিরুল ইসলাম।

ওসি মারুফ বলেন, গত ১৭ জানুয়ারি ওয়শিংটন ভারত থেকে দেশে ফিরে আত্নগোপনে ছিল। ৫ মার্চ মঙ্গলবার ওয়াশিংটন ঢাকা থেকে যশোরে ফিরে পুলিশের হাতে আটক হয়। সে পুলিশকে জানায়, শাফা হত্যা মামলায় উচ্চ আদালত থেকে ওয়াশিংটন জামিন নিয়েছে। পুলিশ এবিষযটি সম্পর্কে খোঁজ খবর নিচ্ছে। পাওনা টাকা না দেয়ার জন্য ভারতে বসে ওয়াশিংটন ভাড়াটে খুনি দিয়ে মোর্টর পার্টস ব্যবসায়ি ও আমদানি কারক মহিদুল ইসলাম শাফাকে হত্যা করে বলে জন শ্রুতি রয়েছে।

লিপস্টিক বিক্রি করে কোটিপতি এই তরুণী!

মেয়েদের সম্পর্কে কথা হবে সেখানে সাজগোজের কথা আসবেনা হতে পারে কি কখনও? অনেক মেয়েই সাজগোজ নিয়ে অত্যন্ত সচেতন। তবে এটা জেনে হয়রান হতে হয় যে আমেরিকান মডেল তথা টিভি সেনসেশন কাহলি জেনর শুধুমাত্র লিপস্টিক বিক্রি করে মাত্র ২১ বছর বয়সে ৭৫০০ কোটি (৯০ কোটি ডলার) টাকার মালিক হয়েছেন।

ফোর্বসের ২০১৯ তালিকার Youngest Self-Made Billionaire সম্মান পেয়েছেন। ২০১৬ সালে শুরু কসমেটিক্সের ব্যবসা শুরু করেছিলেন কাহলিকে ফ্যাশন ইন্ডাস্ট্রির পক্ষ থেকে সব থেকে জনপ্রিয় ওমেন ম্যাগাজিনের (পত্রিকা) পক্ষ থেকে সবচেয়ে জনপ্রিয় ও সফল মহিলার খেতাব পেয়েছেন।

নভেম্বর ২০১৫ সালে কাহলি 'Kylie Lip Kit' নামের একটি লিপস্টিক লঞ্চ করেছিলেন মাত্র ২৯ ডলার অর্থাৎ ২১০০ টাকায় লিপস্টিক লঞ্চ করেছিলেন। অত্যন্ত দ্রুততার সঙ্গে তা বিক্রি হয়েছে।

কাহলি কসমেটিক্সের মালকিন। মাত্র ৩ বছর আগে অর্থাৎ ২০১৬ সালে একটি সংস্থার জন্ম দিয়েছিলেন। বর্তমানে এই সংস্থার মোটি মূল্য ৭৫০০ কোটি টাকা যা ভারতীয় মূল্যে (৯০ কোটি ডলার) ৷ (Kylie Cosmetics) এর প্রতিটি সামগ্রীই অত্যন্ত আকর্ষণীয়।

কাহলি জেনর সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটারে মোট ফলোয়ার ১৭.৫ কোটি ফলোয়ার্স আছে। তিনি ইনস্টাগ্রামে একটি পোস্টে ৭.৪ কোটি টাকা রোজগার করে থাকেন। তিনি ইনস্টাগ্রামে সব থেকে বেশি রোজগার করে থাকেন।

ফেসবুকের সিইও মার্ক জুকরবার্গ মাত্র ২৩ বছর বয়সে কোটিপতি হয়েছিলেন। তবে ২০১৯ সালে কাহলি এই শিরোপা পেয়েছেন। তবে মার্ জুকরবার্গের আয় কমতে কমতে শুরুতে করেছে। গত বছরের তুলনায় এই বছরে তার মোট আয় কমে হয়েছে ৬২.৩ বিলিয়ান ডলার।

Bootstrap Image Preview