Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শুক্রবার, মে ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

২২ মাস বয়সে জেলে, তিন বছরে মুক্তি পেল শিশু রেশমি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ মার্চ ২০১৯, ১০:০৯ PM
আপডেট: ০৬ মার্চ ২০১৯, ১০:০৯ PM

bdmorning Image Preview


মাত্র ২২ মাস বয়সেই মায়ের কোলে করে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে যায় শিশু কন্যা রেশমি আকতার। প্রায় ১৪ মাস পর মায়ের কোলে করেই সেখান থেকে বের হয় তিন বছরের এই শিশু।মা রোকসানার অপরাধে এই দীর্ঘ সময় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে কাটাতে হয় রেশমিকে।

গত বছর এক হাজার ২শ’ পিস ইয়াবাসহ কর্ণফুলী থানা পুলিশের হাতে গ্রেফতার হলে জেলে পাঠানো হয় রোকসানাকে। তখন ২ বছরের কম বয়সী শিশু রেশমিকেও মায়ের সঙ্গে পাঠানো হয় কারাগারের ৪ দেয়ালের মধ্যে।

রোকসানা কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার নয়াপাড়া এলাকার মৃত নুরুল আলমের স্ত্রী। অভাবের তাড়নায় ইয়াবা বহন করে পুলিশের জালে ধরা পড়েন স্বামীহারা গৃহবধূ।

সম্প্রতি উচ্চ আদালত থেকে রোকসানার জামিন পাওয়ার পর বুধবার দুপুরে মায়ের সঙ্গে বের হয়ে আসে রেশমিও। বাইরের খোলা পরিবেশ, মুক্ত আলো-বাতাস, গাড়ি ও মানুষের ছোটাছুটি দেখে কৌতূহলী হয়ে ওঠে রেশমি। অনবরত হাসছিল আর চারপাশে হাত-পা ছুড়ছিল। রেশমির এই প্রাণচাঞ্চল্য অনেকেরই দৃষ্টি কেড়েছে।

পথচারীদের বলতে শোনা যায়, রেশমির জন্য এ এক নতুন অভিজ্ঞতা, যা চার দেয়ালের চেনা জগত থেকে সম্পূর্ণ ভিন্ন।

Bootstrap Image Preview