Bootstrap Image Preview
ঢাকা, ২১ মঙ্গলবার, মে ২০২৪ | ৭ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শিগগিরই চট্টগ্রামে ডাকা হচ্ছে নায়িকা সিমলাকে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ মার্চ ২০১৯, ০৯:৪৬ PM
আপডেট: ০৬ মার্চ ২০১৯, ০৯:৪৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত


বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজ ‘ময়ূরপঙ্খি’ ছিনতাই চেষ্টার মামলায় পলাশ আহমেদের সাবেক স্ত্রী চিত্রনায়িকা সিমলাকে জিজ্ঞাসাবাদ করতে শিগগিরই চট্টগ্রামে ডাকা হবে। বিষয়টি অবগত করতে সিমলার ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করেও সংযোগ পাননি তদন্ত কর্মকর্তা।

বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা ও কাউন্টার টেরোরিজম ইউনিটের পরিদর্শক রাজেশ বড়ুয়া।

সিমলার পাশাপাশি জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হচ্ছে ময়ূরপঙ্খির পাইলট, কেবিন ক্রু, ঢাকা ও চট্টগ্রাম সিভিল এভিয়েশন কর্মকর্তা, বিমানের যাত্রী এবং অভিযান পরিচালনাকারী টিমের সদস্যদের।

এছাড়া ময়ূরপঙ্খি উড়োজাহাজ থেকে আলামত হিসেবে উদ্ধারকৃত খেলনা পিস্তল ও বোমা সদৃশ বস্তু পরীক্ষার জন্য সিআইডির ফরেনসিক ল্যাবে পাঠিয়েছে পুলিশ।

তিনি বলেন, বিষয়টি অবগত করতে তার (সিমলা) ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার ফোন করেও সংযোগ পাওয়া যায়নি। বর্তমানে সিমলা দেশের বাইরে আছেন। সেখান থেকে ফিরলে তাকে চট্টগ্রামে ডাকা হবে। একইভাবে সংশ্লিষ্ট বিমানের পাইলট, কেবিন ক্রুসহ অন্যান্যদের জিজ্ঞাসাবাদ করা হবে। এজন্য তাদের সিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটে আসার জন্য সংশ্লিষ্ট দফতরে চিঠি দেয়া হবে।

২০১৮ সালের ৩ মার্চ সিমলার সঙ্গে পলাশের (বিমান ছিনতাই চেষ্টাকারী) বিয়ে হয়। ওই বছরের ৬ নভেম্বর বিয়ে বিচ্ছেদ হয়। সিমলার সঙ্গে বিবাহ-বিচ্ছেদের কষ্ট থেকেই পলাশ বিমান ছিনতাইয়ের চেষ্টা করেছিল বলে গুজব রয়েছে।

২৪ ফেব্রুয়ারি ঢাকা হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৫টা ১৩ মিনিটে ছেড়ে আসা বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের বিমান বিজি-১৪৭ উড্ডয়নের ১৫ মিনিট পর পলাশ বোমা সদৃশ বস্তু ও অস্ত্র দেখিয়ে বিমানটি ছিনতাইয়ের চেষ্টা করে। পরে যৌথ বাহিনীর প্যারা কমান্ডো টিমের অভিযানে পলাশ মারা যায়।

Bootstrap Image Preview