Bootstrap Image Preview
ঢাকা, ২২ বুধবার, মে ২০২৪ | ৮ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

গ্রিন লাইনের যাত্রীর ‘পেট ভরা’ ইয়াবা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ মার্চ ২০১৯, ০৯:৩৯ PM
আপডেট: ০৬ মার্চ ২০১৯, ০৯:৩৯ PM

bdmorning Image Preview


কক্সবাজার থেকে ঢাকাগামী একটি বাসে অভিযান চালিয়ে হাবিবুর রহমান (৬৭) নামে এক যাত্রীকে ইয়াবাসহ আটক করেছে র‍্যাব ১০।

বুধবার (০৬ মার্চ) সন্ধ্যায় গণমাধ্যমকে আটকের বিষয়টি জানান র‍্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর আশরাফুল হক। পেটের মধ্যে ৪ হাজার পিস ইয়াবাসহ মোট ৭ হাজার ২০০ পিস ইয়াবা বহন করছিলেন গ্রিন লাইন পরিবহনের ওই যাত্রী।

মেজর আশরাফুল হক বলেন, রাজধানীর কদমতলী থানাধীন মাতুয়াইল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গ্রিন লাইন পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে ইয়াবা ব্যবসায়ী হাবিবুর রহমানকে আটক করা হয়। তার কাছ থেকে ৭ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। যার বড় একটি অংশ (৪ হাজার পিস) পলিথিনে মুড়িয়ে পেটের ভেতরে করে বহন করছিলেন তিনি।

আটক হাবিব সবার নজর এড়াতে পলিথিনে মোড়ানো ইয়াবার ৮০টি প্যাকেট খেয়ে ফেলেন। যার প্রত্যেকটিতে ৫০ পিস করে ইয়াবা ছিলো।

তিনি আরো বলেন, গত ২৯ জানুয়ারি আটক হাবিবের স্ত্রী, ছেলে ও ছেলের বউকে ইয়াবা পাচারের সময় গ্রেফতার করে র‍্যাব ১০। তার পুরো পরিবারই ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত। তারা দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে বিভিন্ন কৌশলে ঢাকায় ইয়াবা সরবরাহ করে আসছিলেন।

Bootstrap Image Preview