Bootstrap Image Preview
ঢাকা, ০৮ বুধবার, মে ২০২৪ | ২৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হঠাৎ বৃষ্টিতে ইটভাটায় ব্যাপক ক্ষয়ক্ষতি, লোকসানে মালিকরা

আল-কারিয়া চৌধুরী, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৬ মার্চ ২০১৯, ১২:১৩ PM
আপডেট: ০৬ মার্চ ২০১৯, ১২:১৩ PM

bdmorning Image Preview


অগ্রহায়ণ মাসের শুরু থেকেই জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কয়েকটি ইটভাটায় পুরোদমে চলছে ইট তৈরির কাজ। ব্যস্ত সময় পার করছে ইট তৈরির কারিগররা। কিন্তু হঠাৎ করে গত দুইদিনের অসময়ের বৃষ্টির কারণে কয়েকটি ভাটায় তৈরিকৃত ইট বৃষ্টিতে নষ্ট হওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ইটভাটাগুলোর।

লোকসান গুনতে হচ্ছে ভাটা মালিকদের। সেই সঙ্গে মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকায় ইট তৈরি করতে পারছেনা ভাটার মালিকগণ। ফলে কর্মহীন হয়ে পরেছে সেই সব ইটভাটায় কর্মরত শ্রমিকরা। সবমিলে বিপাকে পরেছে মালিক ও শ্রমিকরা। আকাশ ভালো হলে নতুন করে পুনরায় ইট তৈরির সম্ভাবনা। 

এ বিষয়ে উপজেলার হরেন্দা এলাকায় অবস্থিত এন.বি.ব্রিক্স ইটভাটার দায়িত্বে থাকা বিশ্বনাথ জানান, আমার ইটভাটায় ১২ লাখ ইট শুধু চুলায় আগুন দিয়ে জ্বালানোর অপেক্ষায় ছিল। কিন্তু অসমের হঠাৎ বৃষ্টির কারণে প্রায় ৯ লাখ ইট নষ্ট হয়ে গেছে। এতে করে প্রায় ৮ লাখ টাকার মত লোকসান শুধু এই ভাটায় হয়েছে। এছাড়াও বাকি ইটভাটাগুলোতেও ক্ষয়ক্ষতি হয়েছে।

তিনি আরো বলেন, প্রতিদিন ২'শ ৫০ জন শ্রমিক আমার এখানে ইটভাটায় কাজ করে। হঠাৎ বৃষ্টির কারণে ও আকাশ মেঘাচ্ছন্ন থাকায় এখন ১'শ জন শ্রমিক ইটভাটায় কাজ করছে। ১'শ ৫০জন শ্রমিক বেকার হয়ে পরেছে।   
 

Bootstrap Image Preview