Bootstrap Image Preview
ঢাকা, ২১ মঙ্গলবার, মে ২০২৪ | ৭ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কোম্পানীগঞ্জে ফের ৪টি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি

নুর উদ্দিন মুরাদ, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৬ মার্চ ২০১৯, ১১:১৪ AM
আপডেট: ০৬ মার্চ ২০১৯, ১১:১৪ AM

bdmorning Image Preview


নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরহাজারী ইউনিয়ন থেকে সোমবার (৪ মার্চ) রাতে ফের ৪টি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হয়েছে। এতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে ২৫০ পরিবার।

স্থানীয়দের মতে, ইউপির ৫ নং ওয়ার্ড থেকে তিনটি ও ৮নং ওয়ার্ড থেকে একটি ট্রান্সফরমার চুরি হয়।

নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির কোম্পানীগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম এম এইচ এম মোহাম্মদ আরিফুল হক বলেন, চুরি ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় মামলা করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।

কোম্পানীগঞ্জ থানার ওসি মো.আসাদুজ্জামান বলেন, এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। উপযুক্ত ব্যবস্থা নেয়া হবে।

এর আগে উপজেলার মুছাপুর ইউপি, সিরাজপুরসহ বিভিন্ন সময়ে ১২টি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হয়। নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির কোম্পানীগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা করেন।

এলাকার সচেতন মহলের অভিযোগ এ ঘৃনিত কর্মের সাথে কতৃপক্ষের লোকজন জড়িত থাকতে পারে। এছাড়াও পুলিশ, গ্রাম পুলিশ, কতৃপক্ষ কোনোভাবে এরকম চুরির দায় এড়াতে পারবেন না। তদন্ত করে কারা জড়িত এসব চুরির সাথে তাদের বের করে কঠিন শাস্তি দেয়ার আহ্বান জানান তারা। 

Bootstrap Image Preview