Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শুক্রবার, মে ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জ্বিনের পাহাড় দেখতে গিয়ে সৌদিতে প্রাণ হারালেন দুই বাংলাদেশি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ মার্চ ২০১৯, ১০:১৩ PM
আপডেট: ০৫ মার্চ ২০১৯, ১০:২৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত


সৌদি আরবে ওমরাহ পালন করতে গিয়ে মদিনার ‘ওয়াদি আল জিন্নী এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। ওই দুই বাংলাদেশি হলেন- নাজিম উদ্দিন-(৬০) ও জয়নাল আবেদীন-(৭৫)। সম্পর্কে তারা একে অপরের আত্মীয়। বাংলাদেশের নরসিংদি জেলার তাদের বাড়ি।

গতকাল সোমবার মদিনা থেকে প্রায় দেড়শ কিলোমিটার অদুরে জ্বিনের পাহাড় নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও বেশ কয়েকজন ওমরাহ পালনকারী গুরুতর আহত হন।

জানা গেছে, ওই দুই বাংলাদেশি বাংলাদেশ থেকে ওমরাহ পালন করতে সৌদি আরবে আসেন। ওমরাহ পালন শেষে তারা মদিনা জিয়ারতে যান। সেখান থেকে তারা সৌদিতে সুপরিচিত জ্বিনের পাহাড় দেখতে যান।

এসময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় পেছন দিক থেকে আসা একটি দ্রুতগামী প্রাইভেটকার ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

Bootstrap Image Preview