Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দিনভর অনিশ্চয়তার পর বক্তব্য রাখলেন অরুন্ধতী রায়

নারী ডেস্ক
প্রকাশিত: ০৫ মার্চ ২০১৯, ০৯:০৭ PM
আপডেট: ০৫ মার্চ ২০১৯, ০৯:০৭ PM

bdmorning Image Preview


অরুন্ধতী রায়ের বক্তৃতা অনুষ্ঠান মঙ্গলবার ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে কিনা- তা নিয়ে দিনভরই অনিশ্চয়তা ছিল। তবে সকল অনিশ্চয়তার অবসান ঘটিয়ে সন্ধ্যায় নির্ধারিত সময়েই ‘আটমোস্ট এভরিথিং’ অনুষ্ঠান শুরু হয়। 

রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে ধানমণ্ডি ২৭ নম্বরে মাইডাস সেন্টারে সন্ধ্যা ভারতীয় লেখক ও বিশিষ্ট এই মানবাধিকার কর্মী অরুন্ধতী রায়ের বক্তৃতা অনুষ্ঠান শুরু হয়।

আলোচনার মঞ্চে অরুন্ধতীর সঙ্গে উপস্থিত ছিলেন আলোকচিত্রী শহীদুল আলম। শুরুতে একটি লিখিত বক্তব্য পড়েন অরুন্ধতী। এরপর শহীদুল আলমের প্রশ্নে উত্তর দেন তিনি। 

গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া আন্তর্জাতিক আলোকচিত্র উৎসব ‘ছবিমেলা’-য় যোগ দিতে অরুন্ধতী রায় সোমবার ঢাকায় আসেন। উৎসবের অংশ হিসেবে ‘আটমোস্ট এভরিথিং’ শিরোনামে একটি আলোচনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন তিনি।

রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন কমপ্লেক্স মিলনায়তনে বক্তৃতা অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল। কিন্তু সোমবার রাতে অনুষ্ঠানের অনুমতি প্রত্যাহার করা হয়।

এরপর ছবিমেলা মাইডাসে এই বক্তৃতা হবে বলে জানায়। মঙ্গলবার দুপুরে আয়োজক সংগঠনের ফেসবুক পেজেও এ তথ্য নিশ্চিত করা হয়। তবে বিকেলে আবারও অনুষ্ঠান স্থগিত হওয়ার কথা জানায় কর্তৃপক্ষ। অনুষ্ঠান শুরু হওয়ার মাত্র ঘণ্টাখানেক আগে এ ঘোষণা আসে। এর কিছু সময় পরই আবার জানানো হয় অনুষ্ঠান হচ্ছে। 

Bootstrap Image Preview