Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কলাপাড়ায় স্বেচ্ছাসেবকদের মাঝে নিরাপত্তা ও উদ্ধার উপকরণ বিতরণ

জাহিদ রিপন, পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ০৫ মার্চ ২০১৯, ০৭:০৫ PM
আপডেট: ০৫ মার্চ ২০১৯, ০৭:০৫ PM

bdmorning Image Preview


দুর্যোগে সক্ষমতা অর্জনসহ দুর্যোগকালীন সময়ে যথায়থ সেবা প্রদানের জন্য পটুয়াখালীর কলাপাড়ায় মহিপুর ইউনিয়ান সিপিপি সেচ্ছাসেবকদের ১১টি ইউনিটে ১৬৫ জন সদস্যকে নিরাপত্তা উপকরণসহ দুর্যোগ পরবর্তী সময়ে উদ্ধার তৎপরতা সহজীকরনের জন্য বিভিন্ন উপকরণ সরবারহ করা হয়েছে।

মঙ্গলবার (৫ মার্চ) সকাল ১০টায় মহিপুর ইউনিয়ন পরিষদ হলরুমে এক সভায় এসব উপকরণ সরবারহ করা হয়।

এ সময় উপস্থিত ১৬৫ জন সদস্যকে রেইন কোট, লাইফ জ্যাকেট, হেলমেট, গামবুট, প্রাথমিক চিকিৎসার জন্য বিভিন্ন উপকরণ দেওয়া হয়।

এ সময় প্রধান অতিথি ছিলেন উপজেলা সিপিপি টিম লিডার মো. মোতালেব হাওলাদার। বিষেশ অতিথি ছিলেন সিপিপি’র উপজেলা সহকারি পরিচালক আছাদুজ জামান খান, অফিস সহকারী সহিদুল ইসলাম, মহিপুর ইউনিয়ান সিপিপি টিম লিডার জাহিদুল ইসলাম সেলিম, সহকারী ইনিয়ান টিম লিডার নুর ইসলাম আকন, মহিপুর প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলামসহ ১১ ইউনিটের টিম লিডার ও সেচ্ছাসেবকগণ।

Bootstrap Image Preview