Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শুক্রবার, মে ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব ও দুই বিশেষ সহকারী নিয়োগ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ মার্চ ২০১৯, ০৯:৪২ PM
আপডেট: ০৪ মার্চ ২০১৯, ০৯:৪২ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এবং কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুনকে উপসচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী নিয়োগ দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক অ্যাসাইনমেন্ট অফিসার গাজী হাফিজুর রহমান প্রধানমন্ত্রীর দ্বিতীয় সহকারী একান্ত সচিবের দায়িত্ব পেয়েছেন।

আর জামালপুরের যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলামের ছেলে মুহাম্মদ আরিফুজ্জামান নূরনবীকে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট অফিসারের দায়িত্ব।

এছাড়া ডেইলি স্টারের সাবেক সাংবাদিক হাসান জাহিদ তুষারকে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব নিয়োগ দিয়ে সোমবার রাতে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

সোমবার (৪ মার্চ) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়েছে।

চুক্তিতে নিয়োগ পাওয়া এই কর্মকর্তাদের আদেশে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে তাদের মেয়াদ নির্ধারিত হবে।

Bootstrap Image Preview