Bootstrap Image Preview
ঢাকা, ২১ মঙ্গলবার, মে ২০২৪ | ৭ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সুনামগঞ্জে বাঁধের কাজে ‘অনিয়মকারীদের’ শাস্তির দাবি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ মার্চ ২০১৯, ০৫:১৫ PM
আপডেট: ০৪ মার্চ ২০১৯, ০৫:১৫ PM

bdmorning Image Preview


নির্ধারিত সময়ের মধ্যে হাওরের বোরো ফসল রক্ষা বাঁধের কাজ শেষ না হওয়ায় দায়ীদের শাস্তি ও অতিদ্রত সকল হাওর রক্ষা বাঁধের কাজ শেষ করার দাবিতে সুনামগঞ্জের তাহিরপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার (৪ মার্চ) উপজেলার সুলোমানপুরে কৃষকদের অংশগ্রহণে মানববন্ধন কর্মসূচি পালন করেছে পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থা।

সমাবেশে সংস্থার সভাপতি কাসমির রেজা তার বক্তব্যে বলেন, ২০১৭ সালের হাওর বাঁধে দুর্নীতি ও অনিয়মের মুখে আকস্মিক পাহাড়ি ঢলের কারণে সুনামগঞ্জের সকল হাওরের ফসলডুবির পরবর্তীতে সরকারের শীর্ষ মহলের আন্তরিকতা আমাদের আশান্বিত করেছে। নেওয়া হয়েছে নানা উদ্যোগ। এরপরও চলতি বছর কেন সময়মত বাঁধের কাজ সম্পন্ন হয়নি তা আমাদের বোধগম্য নয়।

তিনি বলেন, আমরা চাই অতিদ্রত সকল হাওরে বাঁধের কাজ শেষ করা হোক এবং সময়মত বাঁধের কাজ শেষ না হওয়ার জন্য দায়ী ব্যক্তিদের আইনের আওতায় আনা হোক। ফসলী বোরো ধানের উপর নির্ভরশীল হাওরের কৃষকদের জীবন ও জীবিকা নিয়ে কোন খামখেয়ালি চলবে না।

সংস্থার সাধারণ সম্পাদক পিযুষ পুরকায়স্থ টিটুর পরিচালনায় মানব্বন্ধন চলাকালে সমাবেশে দাবির প্রতি একাত্মতা জানিয়ে কৃষকদের মধ্যে বক্তব্য রাখেন, সাব্বির আহমেদ, আবদুল আমিন, বাবুল মিয়া, এমদাদ মিয়া, রুহেন মিয়া, আকিক মিয়া প্রমুখ।

Bootstrap Image Preview