Bootstrap Image Preview
ঢাকা, ১৪ মঙ্গলবার, মে ২০২৪ | ৩০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ডিআরইউ সাধারণ সম্পাদকের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ০৪ মার্চ ২০১৯, ০৫:১১ PM
আপডেট: ০৪ মার্চ ২০১৯, ০৫:১১ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাধারণ সম্পাদক কবির হোসেন খান ও তার পরিবারের উপর হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সাংবাদিক সমাজ।

আজ সোমবার (৪ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে 'আমরা সংবাদকর্মী' ব্যানারে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানান তারা।

মানববন্ধ‌নে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী বলেন, সাংবাদিকরা সব সময় সমাজের জন্য কাজ করেন। মানুষের জন্য কাজ করে। কিন্তু বারবার সাংবাদিকের উপর হামলা হচ্ছে। আর হামলাকারীদের গ্রেফতার ও শাস্তির কোন ব্যবস্থা হচ্ছে না।

তিনি বলেন, সম্প্রতি সময়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও তার পরিবারের উপর সন্ত্রাসী হামলা হয়েছে। এখন পর্যন্ত সেই সন্ত্রাসীদের চিহ্নিত গ্রেফতার করা হয়নি। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে সন্ত্রাসীদের চিহ্নিত করে গ্রেফতার করা দাবি জানায়।

ডিআরইউ সাধারণ সম্পাদক কবির হোসেন খান ও তার পরিবারের উপর হামলার তীব্র নিন্দা জানিয়ে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ক্রাব) এর সাধারণ সম্পাদক দীপু সরোয়ার বলেন, অনতিবিলম্বে এই হামলাকারীদের চিহ্নিত করে গ্রেফতার করা হোক।

এ হামলার কয়েক দিন অতিবাহিত হওয়ার পরেও এখনো পর্যন্ত হামলাকারীদের চিহ্নিত না করা এবং গ্রেফতার না করায় ক্ষোভ প্রকাশও করেন তিনি।

ডিআরইউ সাবেক সাধারণ সম্পাদক রাজু আহমেদ বলেন, অনতিবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করা হোক। আজ আমরা সংক্ষিপ্ত আকারে মানববন্ধনে দাঁড়িয়েছি। এই সন্ত্রাসীদের চিহ্নিত করে গ্রেফতার করা না হলে আরও বৃহত্তর আন্দোলন কর্মসূচি গ্রহণ করবে সাংবাদিকরা।

মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান, ডিআরইউ'র সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ জামাল, সিনিয়র সাংবাদিক ইসমাইল হোসেন, রফিক উল্লাহ, রাশেদুল হক, আবু আলী, মাইদুল ইসলাম, শামসুল আলম সেতু প্রমুখ।

Bootstrap Image Preview