Bootstrap Image Preview
ঢাকা, ১৬ বৃহস্পতিবার, মে ২০২৪ | ২ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মাটিরাঙ্গায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে অনুদান বিতরণ

আবুল হাসেম, মাটিরাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ০৪ মার্চ ২০১৯, ০৪:২১ PM
আপডেট: ০৪ মার্চ ২০১৯, ০৪:২১ PM

bdmorning Image Preview


খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে অনুদান বিতরণ করা হয়েছে।

সোমবার (৪ মার্চ) দুপুরের দিকে জাতীয় সমাজকল্যাণ পরিষদের তহবিল হতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবার এবং বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের মাঝে এ অনুদান বিতরণ করা হয়।

বর্তমান সরকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাগ্যোন্নয়নে কাজ করছে উল্লেখ করে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ বলেছেন, সরকারের প্রদত্ত সুযোগ-সুবিধা কাজে লাগিয়ে নিজেদের আর্থসামাজিক অবস্থার পরিবর্তন ঘটাতে হবে। শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠাসহ দেশ ওজাতির উন্নয়নে ভূমিকা রাখতে হবে। তবেই সরকারের এ উদ্যোগ সফল হবে।

মাটিরাঙ্গা উপজেলা সমাজসেবা কর্মকর্তা (অ.দা) কৃতিবিজয় চাকমার সভাপতিত্বে অনুদান বিতরণী অনুষ্ঠানে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমা, মাটিরাঙ্গা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. উবায়দুর রহমান, মাটিরাঙ্গা সদর ইউপি চেয়ারম্যান হিরনজয় ত্রিপুরা, বড়নাল ইউপি চেয়ারম্যান মো. আলী আকবর ও তাইন্দং ইউপি চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে মাটিরাঙ্গা উপজেলা নির্বাচিত ৯৪টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিবার এবং মাটিরাঙ্গা সরকারি ডিগ্রী কলেজ ও তবলছড়ি গ্রীণহিল কলেজে অধ্যয়নরত ৮০ জন শিক্ষার্থীর মাঝে চার হাজার টাকা করে অনুদান বিতরণ কনের উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ।

Bootstrap Image Preview