Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, মে ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ওবায়দুল কাদেরকে বিদেশে নেয়ার এখনি উপযুক্ত সময়: দেবি শেঠী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪ মার্চ ২০১৯, ০৩:০৫ PM
আপডেট: ০৪ মার্চ ২০১৯, ০৩:১৩ PM

bdmorning Image Preview


বাংলাদেশে যে চিকিৎসা চলছে তারচেয়ে বেশি ইউরোপ-আমেরিকাতেও সম্ভব নয়। দেশে ভিজিটরের চাপ কিংবা অবস্থা অবনতির বিষয়টি মাথায় রেখে তাকে এখনি বিদেশ পাঠানো যেতে পারে বলে জানিয়েছেন বিখ্যাত চিকিৎসক দেবি শেঠী।

সোমবার (৪ মার্চ) দুপুরে হাসপাতালে ওবায়দুল কাদেরের শাররীক অবস্থা দেখে চিকিৎসকদের এ কথা জানান দেবী প্রসাদ শেঠী। 

পরে সংবাদ ব্রিফিং সাংবাদিকদের এ তথ্য তুলে ধরেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কনক কান্তি বড়ুয়া।

ওবায়দুল কাদেরের শাররীক অবস্থা দেখতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে দেবি প্রসাদ শেঠী।

হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে বিদেশে নিতে চাইলে এখনি উপযুক্ত সময় বলে জানিয়েছেন ভারতের বিখ্যাত কার্ডিয়াক সার্জন দেবী প্রসাদ শেঠী। 

এর আগে পৌনে একটার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তাকে বহনকারী ফ্লাইট। বিমানবন্দরে আগে থেকে অবস্থান করা একটি চিকিৎসক প্রতিনিধি দল তাকে নিয়ে বেলা দেড়টার দিকে কালো রংয়ের প্রাইভেট কারে করে বিএসএমএইউ-তে প্রবেশ করে।

Bootstrap Image Preview