Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

এক কিলোমিটার দৌড়ে ছিনতাইকারী ধরলেন শাড়ি পরা নারী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ মার্চ ২০১৯, ০২:১৬ PM
আপডেট: ০৩ মার্চ ২০১৯, ০২:২৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


রাজধানীর হাতিরঝিলে ছিনতাই হওয়া লকেটসহ স্বর্ণের চেইনটি উদ্ধার করতে প্রায় এক কিলোমিটার দৌড়ে ছিনতাইকারীকে ধরলেন সালমা খাতুন এক নারী।

শনিবার বিকেলে এই ঘটনার পর থেকে তার সাহসিকতার গল্প ঘুরছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও।

ঢাকার দোহার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত সালমা খাতুন জানায়, শনিবার বিকেলে তিনি রিকশায় করে রাজধানীর হাতিরঝিল দিয়ে যাচ্ছিলেন। সেখানে যানজটে রিকশায় বসে থাকার সময় ছিনতাইকারী তার গলায় থাকা লকেটসহ স্বর্ণের চেইনটি ছিঁড়ে নিয়ে দৌড় দেয়। তিনি শাড়ি পরিহিত অবস্থায় সাহস করে তাকে ধাওয়া করেছিলেন। ছুটতে ছুটতে অন্তত এক কিলোমিটার দৌড়ে ছিনতাইকারীকে ধরে ফেলেন। উদ্ধার করেন তার চেইনটি। তবে ছিনতাইয়ের সময় লকেটসহ চেইনটি টুকরো হয়ে যাওয়ায় চেইনের পুরো অংশটি উদ্ধার করতে পারেননি তিনি।

পরে ৯৯৯ নম্বরে ফোন করে সাহায্য নেন পুলিশের। ছিনতাইকারীর বিরুদ্ধে অভিযোগ দিয়ে তাকে পুলিশের কাছে হস্তান্তর করেন সালমা খাতুন।

সালমা বলেন, নারী-পুরুষ ভেদে সাহসিকতার ভিন্ন কোনও সংজ্ঞা নেই। যেকোনও অপরাধ সংঘটনের প্রাথমিক পর্যায়ে যদি সাধারণ মানুষ পুলিশ আসার অপেক্ষায় না থেকে সাহস করে প্রতিরোধ গড়ে তুলতে পারে, তাহলে সেটিই বহু সমস্যার আগাম সমাধান দিতে পারে।

তিনি বলেন, একজন নারীর সাহসিকতা দেখে দশজন নারী এগিয়ে আসবে। তারাও প্রেরণা পাবে সাহস নিয়ে এগিয়ে যাওয়ার। আমার এ কর্মকাণ্ড দেখে সেখানে থাকা আরও ১৫-২০ জন নারী এগিয়ে এসে আমাকে ধন্যবাদ দিয়েছেন। আমি মনে করি তারাও প্রেরণা পেয়েছে সাহসের সঙ্গে অপরাধ মোকাবিলা করার।

Bootstrap Image Preview