Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ফুুলবাড়ীর ওয়াকার্স পার্টির চেয়ারম্যান প্রার্থীর ১৬ দফা ইস্তেহার ঘোষণা

হারুন-উর-রশীদ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৩ মার্চ ২০১৯, ১১:১৪ AM
আপডেট: ০৩ মার্চ ২০১৯, ১১:১৬ AM

bdmorning Image Preview


দিনাজপুরের ফুলবাড়ীতে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সংবাদ সম্মেলনের মাধ্যমে ১৬ দফা কর্মসূচি বাস্তবায়নের ঘোষণা দিয়ে প্রচারাভিযানে নেমেছেন ওয়ার্কাস পার্টির মনোনিত চেয়ারম্যান পদপ্রার্থী ফুলবাড়ী কয়লাখনি আন্দোলনের নেতা শফিকুল ইসলাম শিকদার। 

শনিবার (২ মার্চ) সকাল সাড়ে ১০ টায় পৌর শহরের চৌধুরীরর মোড় ওয়ার্কাস পাটির কার্যালয়ে তিনি এই ১৬ দফা কর্মসূচি ঘোষণা করেন।

আসন্ন উপজেলা নির্বাচনের চেয়ারম্যান পদ প্রার্থী শফিকুল ইসলাম শিকদার তার বক্তব্যে বলেন, তিনি আসন্ন উপজেলা নির্বাচনে নির্বাচিত হলে জনগণকে সাথে নিয়ে ফুলবাড়ীর কয়লা সম্পদ রক্ষাসহ তার ঘোষিত ১৬ দফা কর্মসূচি, ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫০ শয্যায় উন্নত করা, সরকারি ব্যবস্থাপনায় আধুনিক ডায়াবেটিকস হাসপাতাল স্থাপন করা, কৃষকের পণ্য রক্ষার্থে সরকারি কোল্ডষ্টোরেজ স্থাপন, ইউনিয়নের হাটবাজার গুলোর উন্নায়ন ও যাতায়াতের সুব্যবস্থাকরণ ও বহুল আলোচিত অর্পিত 'ক' ও 'খ' তফশিল জমির দীর্ঘদিনের হয়রানি বন্ধ করাসহ ১৬ দফা কর্মসূচি বাস্তবায়নের অঙ্গিকার করেন।

তিনি বলেন, আসন্ন উপজেলা নির্বাচনে নির্বাচিত হলে তিনি নিজ উদ্যোগে জনগণকে সাথে নিয়ে তার দেয়া ১৬ দফা বাস্তবায়ন করবেন।

তিনি আরো বলেন, যদি তিনি নির্বাচিত না হতে পারেন, তবুও তিনি জনগণকে সাথে নিয়ে এই ১৬ দফা কর্মসূচি বাস্তবায়নের জন্য অতিতের ন্যায় আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবেন।

সংবাদ সম্মেলনে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ওয়ার্কাস পাটির ফুলবাড়ী শাখার সভাপতি ও কৃষকনেতা মোশারফ হোসেন বাবু, কৃষক নেতা আহাদ আলী খোকা, হাসিম রেজা, সুলতান হোসেন, ছাত্রনেতা সজেদুল ইসলামসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীগণসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ। 
 

Bootstrap Image Preview