Bootstrap Image Preview
ঢাকা, ১৪ মঙ্গলবার, মে ২০২৪ | ৩০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভৈরবে সড়কসেতু থেকে লাফ দিয়ে পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

রাজীবুল হাসান, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ০২ মার্চ ২০১৯, ০৯:৩৬ PM
আপডেট: ০২ মার্চ ২০১৯, ০৯:৩৬ PM

bdmorning Image Preview
সৈয়দ নজরুল ইসলাম সড়কসেতু


কিশোরগঞ্জের ভৈরবে সৈয়দ নজরুল ইসলাম সড়কসেতু থেকে লাফ দিয়ে পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (২ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টায় ভৈরব পৌর শহরে ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দ নজরুল ইসলাম সেতুতে এ ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানায়, ঠিক কি কারণে এই যুবক সেতু থেকে লাফ দিল প্রত্যক্ষদর্শীদের মধ্য কেউ বলতে পারেনি। ওই যুবক লাফ দিয়ে পানিতে না পরে নিচে পাথরে পড়ে যায়। এ সময় তার মাথা ফেটে যায়।

যুবকের শরীরে একটি লুঙ্গি ছাড়া আর কোন কাপড় ছিল না বলে পুলিশ জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে তাকে দ্রুত ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্ষ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তবরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরে রাত ৮টায় পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে যায়।

ভৈরব থানার উপ-পরিদর্শক মোঃ মনিরুজ্জামান জানান, নিহত যুবক কি কারণে সেতু থেকে লাফিয়ে পরল কেউ কিছুই বলতে পারছে না। তার পরিচয়ও জানা যায়নি। তবে এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা করে লাশের ময়নাতদন্ত করা হবে বলে তিনি জানান।

Bootstrap Image Preview