Bootstrap Image Preview
ঢাকা, ১৬ বৃহস্পতিবার, মে ২০২৪ | ২ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নরসিংদীতে নাশকতা দমনে কার্যকর ভূমিকা রাখছেন এসআই গাফফার

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ০২ মার্চ ২০১৯, ০৫:১৯ PM
আপডেট: ০২ মার্চ ২০১৯, ০৫:১৯ PM

bdmorning Image Preview


পূর্বে নরসিংদী জেলাটি নরসিংহ নামক রাজার শাসনাধীন ছিল। ধারণা করা হয় পঞ্চদশ শতাব্দীর প্রথম দিকে প্রাচীন ব্রহ্মপুত্র নদের পশ্চিম তীরে রাজা নরসিংহ নরসিংহপুর নামে একটি ছোট নগর স্থাপন করেছিলেন। বাংলাদেশ স্বাধীনতা লাভের পর ১৯৭২ সালের ২৯ ডিসেম্বর শেখ মুজিবুর রহমানের সরাসরি তত্ত্বাবধানে রেজ্যুলেশনের মাধ্যমে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা প্রতিষ্ঠিত হয়। তারই ধারাবাহিকতায় এই জেলাতে গোয়েন্দা শাখা কার্যালয়টি করা হয় পুলিশ সুপারের কার্যালয়ের অভ্যন্তরে।

এক সময় এই জেলাতে যেমন ছিল সন্ত্রাসীদের আতঙ্ক তেমনি ছিল মাদকের ছড়াছড়ি। একুট সন্ধা হলেই এই জেলার সাধারণ মানুষজন ঘর থেকে বের হতেই আতঙ্ক বিরাজ করত। কিন্তু এই জেলার গোয়েন্দা শাখায় এসআই আব্দুল গাফফার (পিপিএম পদোন্বতি পাওয়া) যোগদান করার পর পরই চাঞ্চল্যকর মাদক ও অস্ত্র ব্যবসায়ীদের আটক করে জনসাধারণের আইনের প্রতি আস্থা ফিরিয়ে আনছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতির দীর্ঘমেয়াদি ও টেকসই উন্নয়ন, জনমনে অপরাধভীতি হ্রাস, নাশকতাকারীদের কার্যকরভাবে দমন করতে হলে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অপরিহার্য। সমাজের সর্বস্তরের লোকজন ও পেশাজীবী সংগঠনগুলোর সঙ্গে মতবিনিময় ও যোগাযোগ বৃদ্ধিপূর্বক সন্ত্রাসবাদ, জঙ্গিবাদসংক্রান্ত অগ্রিম তথ্য সংগ্রহ করত দ্রুত কার্যক্রম গ্রহণ করা হচ্ছে এই গোয়েন্দা শাখার এই কর্মকর্তার তত্তবাধানে।

এই এসআই গোয়েন্দা শাখায় যোগদান করার পর বানিয়াছল, ষাটিরপাড়া, রেলস্টেশন, রাঙ্গামাটি, রায়পুরা, শিবপুর, বেলাব, মনোহরদী, পলাশ, মাধবদীসহ গ্রামাঞ্চলের মানুষের আত্মবিশ্বাস অর্জন করতে রাতের ঘুমকে পরিহার করে ও পুলিশ বাহিনীর প্রতি জনসাধারণের বিশ্বাস অর্জন করাতে একাধিক মার্ডার মামলাসহ কুখ্যাত সন্ত্রাসীদেরকে আটক করে আদালতে হস্তান্তর করতে সক্ষম হয়েছেন।

পুলিশ রাষ্ট্রের অপরিহার্য একটি অঙ্গ। জনগণের জানমালের নিরাপত্তা বিধান তাদের দায়িত্ব বিধায় দুষ্টের দমন আর শিষ্টের পালনকে মূলনীতি হিসেবে অনুসরণ করেন এই এসআই আব্দুল গাফফার। নরসিংদী পুলিশ বাহিনীর গৌরব এবং আদর্শের প্রতিক গোয়েন্দা শাখার পুলিশ কর্মকর্তা এসআই মোঃ আব্দুল গাফফার। তিনি সকল লোভ লালসা অর্থ মোহের উর্ধ্বে থেকে মানবসেবা করে যাচ্ছেন। সত্য, ন্যায় আর অপরাধীদের বিরুদ্ধে নির্ভীক পথচলার শপথ নিয়েই পুলিশ বাহিনীর প্রতিটি সদস্য এই মহান পেশায় যোগদান করে।

এ বিষয়ে গণমাধ্যমকর্মী তাকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, পুলিশ জনগণের বন্ধু তাই জনসাধারণের নিরাপত্তা দিতে আমরা সব সময়ই প্রস্তুত। তিনি জনসাধারণকে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান।

কিন্তু অপ্রিয় হলেও সত্যিটা অনেকটাই আলাদা, কতিপয় পুলিশ সদস্য এই মহান পেশাকে হাতিয়ার হিসাবে ব্যবহার করে নিজের আখের যোগাতে ব্যস্ত থাকে। তারাই হয় অপরাধীদের পথচলার সাথী। কিন্তু এতো প্রতিকূলতার মাঝেও পুলিশ বাহিনীর হাল ধরে রেখেছেন যিনি তিনি হলেন নরসিংদী গোয়েন্দা শাখার এসআই মোঃ আব্দুল গাফফার।

দেশের চলমান গণতন্ত্র, স্থিতিশীলতা, সার্বভৌমত্ব ও উন্নয়ন অগ্রযাত্রাকে ব্যাহত করতে বিপথগামী, স্বাধীনতাবিরোধী গোষ্ঠীর ধ্বংসাত্মক জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ নির্মূল, অপরাধীদের গ্রেফতার ও সংশ্লিষ্ট মামলাসমূহ তদন্তের জন্য সদা তৎপর রয়েছে নরসিংদীর গোয়েন্দা শাখা।

এ দিকে আইন বিশেষজ্ঞরা মনে করেন, বিগত সময়ে এই জেলায় মাদকের তৎপরতা বেড়ে গিয়েছিল। কিন্তু আজ এই জেলার অলিগলিতে তাকালে মনে হয় মাদক নেই বললেই চলে। তারপরও যুব সমাজের নেট কানেকশনের মাধ্যমে যে অপরাধে জড়িয়ে যাচ্ছে তার দিকে নজর দেওয়া প্রয়োজন বলে মনে করেন তারা।

Bootstrap Image Preview