Bootstrap Image Preview
ঢাকা, ০৯ বৃহস্পতিবার, মে ২০২৪ | ২৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জয়পুরহাটে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক কর্মশালা

আল মামুন, জয়পুরহাট প্রতিনিধিঃ
প্রকাশিত: ০২ মার্চ ২০১৯, ০১:৫৮ PM
আপডেট: ০২ মার্চ ২০১৯, ০২:১৩ PM

bdmorning Image Preview


প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০ টি বিশেষ উদ্যোগের প্রচার কার্যক্রম এবং শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম প্রকল্পের ওপর দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২ মার্চ) ১০ টায় জয়পুরহাট জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত কর্মশালার উদ্বোধন করেন তথ্য মন্ত্রণালয়ের সচিব আবদুল মালেক।

তিনি বলেন, বর্তমান সরকারের নেওয়া ১০টি বিশেষ উদ্যোগের প্রচার এবং শিশু ও নারী উন্নয়নে মানুষকে সচেতন করাই এই কর্মশালার মূল উদ্দেশ্য।  

জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে কর্মশালায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, গণযোগাযোগ অধিদফতরের মহাপরিচালক জাকির হোসেন, পুলিশ সুপার রশীদুল হাসান, সিভিল সার্জন ডাঃ হাবিবুল আহসান তালুকদার জেলা তথ্য অফিসার আবু সালেহ মাসুদুল আলম প্রমুখ। 

কর্মশালায় জেলা ও উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তি, শিক্ষক, এনজিও প্রতিনিধি ও সাংবাদিকরা অংশ নেন। 


 

Bootstrap Image Preview